ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বাংলাদেশে যুব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা

বাংলাদেশে যুব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা

0
264

ডিসিনিউজ।।ঢাকা

৭ এবং ৮ মার্চ রাজধানীর মিরপুরে  সিসিডিবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো দুইদিন ব্যাপী বাংলাদেশে যুব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা।

সিসিডিবি এবং ওয়ার্ড এন দাদ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সিসিডিবি, ওয়ার্ল্ড কনসার্ন, স্টর্মি ফাউন্ডেশন, কারিতাস বাংলাদেশ, ঢাকা ক্রেডিট এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন, এনসিসিবি, এলএএমবি, মেথথিস্ট চার্চসহ বিভিন্ন সংস্থার ১৪ জন অংশগ্রহণকারী সহ তিনজন বিদেশী ফ্যাসিলিটেটর ছিলেন। ঢাকা ক্রেডিট এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন এর পক্ষে কর্মশালায় অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের এডিসিইও এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

কর্মশালায় একটি বৃহৎ যুব প্ল্যাটফর্মের বিষয়ে আলোচনা করা হয় যেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে একটি মর্যাদাপূর্ণ পরিবার, সমাজ এবং জাতিতে বাস করতে পারবে। এছাড়া কর্মসংস্থান সম্পর্কিত অ্যাডভোকেসিতে সাহায্য করার ব্যাপারে কর্মশালায় আলোচনা করা হয় এবং একটি সমযোতা চুক্তির মাধ্যমে সকলে একসাথে কাজ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।