ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ০৬ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে একাদশ জাতীয় নির্বাচনে জয় লাভে খ্রিষ্টান সম্প্রদায়ের...

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে একাদশ জাতীয় নির্বাচনে জয় লাভে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে অভিনন্দন

0
344

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮) নোয়াখালী- ৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদারীপুর-৩ আসনে মনোনীত আবদুস সোবহান গোলাপ এমপিকে বিপুল ভোটে জয় লাভ করায় খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

১৩ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় ধানমন্ডিতে ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এবং ঢাকা খ্রীষ্টিয়ান বহূমুখী সমবায় সমিতি লিঃ’র নেতৃবৃন্দ এই দুই নেতাকে শুভেচ্ছা জানায়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ওবায়দুল কাদের। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ১৯৯১ সাল হতে মোট ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং চারবার জয় লাভ করেন।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সদস্য জেমস নিখিল দাস, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য অবিনাশ নকরেক, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, যোসেফ সরকার, ভিক্টর রে, ক্লেমেন্ট টি. ঢালী, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ঢাকা খ্রীষ্টিয়ান বহূমুখী সমবায় সমিতির চেয়ারম্যান প্রদীপ সরকার, এ্যাডভোকেট ঝর্ণা মোহন্তসহ বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ।