শিরোনাম :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ
ডিসিনিউজ || সাভার
সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে বেশ কিছু ফলের বৃক্ষ রোপণ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখা।
৭ আগস্ট সাভারের ধরেন্ডায় অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখার সেক্রেটারি প্রভাত ডি’রোজারিও, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া প্রমুখ।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখার প্রেসিডেন্ট নির্মল রোজারিও অনুষ্ঠানে বলেন, ‘বৃক্ষ রোপণ আমাদের জাতির জন্য, সারা পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুণ্য পিতা পোপ ফ্রান্সিস আমাদের আহ্বান করেছেন আমরা যেন এই পৃথিবীর যত্ন নিই। এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে আমরা এ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি।’
তিনি জানান, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দশ হাজার বৃক্ষ রোপণ করার কর্মসূচি হাতে নিয়েছে। এই দিন তাঁরা ধরেন্ডা গির্জা প্রাঙ্গণ, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ও ধরেন্ডা ব্যাপ্টিষ্ট চার্চে বৃক্ষ রোপণ করেন।
ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবার্ট রোজারিও অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের গির্জা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছেন, তাঁদের ধন্যবাদ দেই। এটা খুবই সুন্দর উদ্যোগ।
তিনি জানান, ক্যাথলিক চার্চের পক্ষে তাঁদের ধর্মপল্লীতে তিন হাজার বৃক্ষ রোপণ করা হবে। এ ছাড়া দেশে ক্যাথলিকরা চার লক্ষ বৃক্ষ রোপণ করবে বলে তিনি জানান।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখা সহ-সম্পাদক শিপু পরিমল কস্তা, সাভার পৌর ইউনিটের সেক্রেটারি শেখর গিলবার্ট পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব ডি’রোজারিও, ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তন বোর্ড সদস্য নয়ন ডি’রোজারিও, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট বিলাশ বি গমেজ, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সেক্রেটারি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বিপুল এল গমেজ, সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও, বিশিষ্ট ব্যাংকার দিলীপ পিউস রোজারিও প্রমুখ।
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর জমি প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করার সময় অন্যান্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন উক্ত সমিতির প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, ভাইস-প্রেসিডেন্ট রবার্ট রোজারিও, সেক্রেটারি জুয়েল সিরিল কস্তা (কো-অপ্ট), ট্রেজারার, বিকাশ পলিনুস কোড়াইয়া, ডিরেক্টর ভিনসেন্ট পিন্টু রোজারিও, লিন্টাস রক রোজারিও, পবিত্র বেনেডিক্ট কস্তা, প্রণয় ইগ্নাসিউস গমেজ, জয়শ্রী রোজবার্ণাড গমেজ, হিউবার্ট দিগন্ত কস্তা, উজ্জ্বল নিকোলাস গমেজ, বাপ্পি ড্রাসিয়েস গমেজ, ঋণদান পরিষদের চেয়ারম্যান প্রদীপ লিনুস রোজারিও, সদস্য সচিব হিমেল থিওটোনিয়াস রোজারিও, চার্লস পালমা, সুনীল লরেন্স বটলেরু ও জনি যোসেফ পালমা, পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল শিমন রোজারিও, সদস্য সচিব রিংকু কর্নেলিউস বিশ^াস, চার্লস নিপু কস্তা, জনি হিউবার্ট রোজারিও ও হিল্টন ডগলাস গমেজ।