শিরোনাম :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ত্রাণ কার্যক্রম অব্যাহত
এবার দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ালো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। ঈদকে সামনে রেখে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়াতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এই মহতী উদ্যোগ গ্রহণ করে।
২৮ আগস্ট, দুপুরে হালুয়াঘাটে ত্রাণসামগ্রী বিতরণ করেছে এসোসিয়েশনের নেতৃবৃন্দ। হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্ত্বরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সংসদ সদস্য ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুয়েল আরেং এমপি, সহ-সভাপতি তপন মারাক, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, থানার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, এসোসিয়েশনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সৌরিন আরেং প্রমুখ।
এ ছাড়াও আজ এসোসিয়েশনের পক্ষ থেকে সুসং দুর্গাপুরে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
গত ২৬ আগস্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার গুল্টা এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, সিষ্টার এডভিজে রোজারিওসহ আরো অনেকে।
আরবি/আরপি/২৯ আগস্ট, ২০১৭