ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ১৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ আলোচনা সভা

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ আলোচনা সভা

0
393

‘গণসংযোগ সপ্তাহ’ উপলক্ষে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএম শিবলী নোমান (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার), আনোয়ার হোসেন (উপ-পুলিশ কমিশনার), মিশু বিশ্বাস সহকারি পুলিশ কমিশনার, মতিঝিল থানার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রক্টর ফাদার লরেন্স নরেশ দাশ সিএসসির সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি।

এসিস্টেন্ট কমিশনার মিশু বিশ্বাস বলেন, বর্তমান সমাজে উগ্রবাদীতা ভয়ানক রূপ লাভ করেছে। সঠিক সময়ে উগ্রবাদের লক্ষণ চিহ্নিত করা গেলে যে কোনো ব্যক্তিকে সংশোধনের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব।

উগ্রবাদের লক্ষণ সম্পর্কে তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের প্রতি ঘৃণা বা চরম বিদ্বেষ পোষণ করা, পুরনো বন্ধুদের এড়িয়ে চলা, পারিবারিক, সামাজিক ও বিশ্ববিদ্যালয়ের আচার-অনুষ্ঠান এড়িয়ে চলা, বিনোদনমূলক কর্মকান্ড থেকে দূরে থাকা ইত্যাদি।

উগ্রবাদের লক্ষণ কারও মধ্যে প্রতীয়মান হলে সঙ্গে সঙ্গে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন অ্যাপ ও সেবা সম্পর্কে আলোকপাত করেন।

এডিশনাল ডেপুটি কমিশনার আনোয়ার হোসেন বলেন,সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ বন্ধ করা গেলে সুন্দর একটি দেশ গড়া সম্ভব।

তিনি সবাইকে আইন মেনে চলতে এবং তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ করেন।

আলোচনা সভায় পুলিশের ডেপুটি কমিশনার বলেন,উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম শক্তি হলো দেশের তরুণ সমাজ। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের উন্নয়নে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।মাদকের কুপ্রভাবের ফলে দিন দিন যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একটি সময় ছিল যখন কেবল দরিদ্র পরিবারের সন্তানরা জঙ্গিবাদে জড়াতো।কিন্তু এখন উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও এদিকে ঝুঁকছে। দেশকে এগিয়ে নিতে হলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে।

এরপর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে পুলিশের কর্মকর্তাদের সাথে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।