শিরোনাম :
বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের ২৫তম অ্যাসেম্বলী ও রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
ডিসিনিউজ || গোপালগঞ্জ
আজ বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের (বিবিসিএস) ২৫তম অ্যাসেম্বলী ও রজত জয়ন্তী উৎসব ২০২০ অনুষ্ঠিত হয় গোপালগঞ্জের কোটালিপাড়ার শান্তিকুটিতে। অনুষ্ঠানের মূলসুর : সুসমাচার ঘোষণায় অংশীদারিত্ব। অনুষ্ঠানে বিবিসিএস এর নবনিযুক্ত সভাপতি, সহসভাপতি, কাউন্সিলারগণ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
বিবিসিএস এর নবনির্বাচিত সভাপতি খ্রীষ্টোফার অধিকারী বলেন, ‘বিবিসিএস এদেশে একটি ঐহিত্যবাহী খ্রিষ্টান প্রতিষ্ঠান। আমাদের মূল কাজ খ্রিষ্টকে অনুসরণ করা ও তাঁরই আদেশ মতো সুসমাচার প্রচার, প্রকাশ, প্রসার করা। সেই লক্ষেই আমাদের সকল কর্মকান্ড করা দরকার।’
ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা অনুষ্ঠানে বলেন, ‘বিবিসিএস এর নবনির্বাচিত সকল কর্মকর্তাদের অভিনন্দন জানাই। আশা করি আপনারা মন্ডলীর সদস্যদের আত্মিক ও জাগতিক উভয় দিক উন্নয়নে কাজ করবেন। আমরা অববশ্যই আপনাদের জন্য প্রার্থনা করবো।’
‘বিবিসিএস একটি ঐহিত্যবাহী সংঘ। এই সংঘ খ্রিষ্টের বাণী লালান, পরিচর্য়ায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ জানাই বিগত সময়ে যারা এই সংঘে দায়িত্ব পালন করেছেন। আমরা বিভিন্ন ডিনোমিনেশন এক হয়ে কাজ করতে চাই’ বলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, দেশে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলার জন্য একটি বিভিন্ন মন্ডলীর ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই।
বিবিসিএস এর বিদায়ী প্রেসিডেন্ট জয়ন্ত অধিকারীর তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে শিক্ষিতরা শহরমুখি। উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে গ্রামে মন্ডলীগুলোর হাল ধরতে হবে। আমাদের বিদেশীদের উপর নির্ভরশীলতা কমাতে হবে। সারা জীবন বিদেশীরা আমাদের সাহায্য করবে- এটা ভুল। আমাদের বিদেশে মিশনারী পাঠাতে হবে। সেই প্রচেষ্টা এখনই শুরু করতে হবে।
তিনি নারী সভ্যাদের উদ্দেশে বলেন, ‘নারীদের পালকীয় কাজে অংশগ্রহণ করতে এগিয়ে আসতে হবে। সংঘের নেতৃত্ব উন্নয়ন করা দরকার। আর্থ-সামাজিক জরিপ করা দরকার। চার্চের সদস্যদের চাহিদা কী রয়েছে, তা জরিপ করা দরকার। আমাদের প্রত্যেকটি চার্চ আর্থিকভাবে স্বাবলম্বি। চার্চের পালকদের পরিকল্পনা থাকা দরকার আরো চার্চের বৃদ্ধি করার। বান্দরবন ও উত্তরবঙ্গে প্রচার কাজে মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিবিসিএসের নবনিযুক্ত সহ-সভাপতি জেমস প্রদীপ বিশ্বাস, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস প্রমুখ।