ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে কাজ করে যাবে

বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে কাজ করে যাবে

0
267

মানব পাচারের বৈশ্বিক অভিশাপ রোধে বাংলাদেশ কাজ করবে। কারণ, বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় পর্যায়ে এই বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত, নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। স্থানীয় সময় গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের এক সভায় বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

মি. মোমেন বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ প্রণয়ন এবং এর বাস্তবায়নে ২০১৫-১৭ মেয়াদে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এই কর্মপরিকল্পনার আওতায় জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নিয়মিতভাবে এ-সংক্রান্ত পর্যবেক্ষণ ও পারস্পরিক সমন্বয় চালু করা হয়েছে।

তিনি বলেন, ‘আঞ্চলিক পর্যায়ে সার্ক ও বিমসটেকের আওতায় মানব পাচার প্রতিরোধ সহযোগিতা আরও সম্প্রসারিত করতে আমরা প্রাতিষ্ঠানিক সুযোগ বৃদ্ধির ওপর জোর দিয়েছি।’ সংঘাতময় পরিস্থিতিতে মানব পাচার প্রতিরোধে স্থায়ী প্রতিনিধি এ সভায় পাঁচটি পরামর্শ তুলে ধরেন। পরামর্শগুলো হলো: মানব পাচারসংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য জাতিসংঘ একটি উচ্চপর্যায়ের ফোকাল পয়েন্ট তৈরি করা, সংঘাতময় পরিস্থিতিসহ যেকোনো পরিস্থিতিতে মানব পাচার এবং এ-সংশ্লিষ্ট অপরাধের শিকার ব্যক্তি/ব্যক্তিবর্গকে জাতিসংঘ কাউন্টার ট্রাফিকিং এজেন্ডার পুরোভাগে স্থান দেওয়া, এর আওতায় জাতীয় পর্যায়ে আইনগত পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, মানব পাচারসংক্রান্ত আন্তর্জাতিক আইনগত বিষয়াদি ও বাধ্যবাধকতার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ প্রদান এবং মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধের মূল কারণ খুঁজে বের করা।

এসএস/আরপি/আরবি/২২ মার্চ, ২০১৭