ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হলেন নির্মল রোজারিও

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হলেন নির্মল রোজারিও

0
268

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মল রোজারিও। এর পূর্বে তিনি এই সংগঠনের অন্যতম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিষদের ১০ম জাতীয় সম্মেলনে তাঁকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

এ ছাড়াও পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও উষাতন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

নির্মল রোজারিও’র নতুন দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খ্রিষ্টান সমাজের নেতৃবর্গ। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ বিভিন্ন সুধী জনেরা নির্মল রোজারিও সভাপতি নির্বাচিত হওয়াতে আনন্দ প্রকাশ এবং শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে তাঁর দীর্ঘায়ু কামনা করেন এবং নতুন দায়িত্ব যেন দক্ষতা ও সফলতার সাথে পালন করতে পারেন সেই প্রার্থনা করেছেন।