শিরোনাম :
‘বাঙলার স্থপতি’ নামক ৪ খন্ড বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত অ্যালভীন দীলিপ বাগ্চী’র ‘বাঙলার স্থপতি’ নামক ৪ খন্ড বইয়ের মোড়ক উন্মোচন হল।
মঙ্গলবার, বিকাল ৫টায় ঢাকা ক্রেডিটের বি কে গুড কনফারেন্স হলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা মহাধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত সহকারি বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কারিতাস বাংলাদেশ-এর প্রাক্তন নির্বাহী পরিচালক বেনেডিক্ট আলো ডি রোজারিও, কবি ও লেখক থিওফিল নকরেক, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বিবিসিএস এর সহকারি সেক্রেটারি সাগর কর্মকার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরম শ্রদ্ধেয় বিশপ থিয়োটনিয়াস বলেন যে, ‘সাহিত্য চর্চা একটি মহান কাজ। সাহিত্য চর্চা ধর্ম চর্চারই মতো।’ তিনি লেখককে তাঁর লেখা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রোজারিও উদ্বোধনী ভাষণে বলেন, এমন একজন ব্যক্তিকে নিয়ে লেখা এই বইটি যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। যিনি আমাদেরকে পতাকা এনে দিয়েছেন, জাতি উপহার দিয়েছেন। পাশাপাশি তিনি শুধু বাঙালি জাতিকে স্বপ্নই দেখান নি এগিয়ে যাওয়ার প্রেরণাও দিয়েছেন। পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ নামে না চিনলেও বঙ্গবন্ধুর কথা বললে সবাই চেনেন।
বাগচী বিদেশে (কানাডা) অবস্থান করলেও তিনি বাংলাদেশকে ভুলে যান নি। বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তথা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে যাতে নতুন প্রজন্ম আসল সত্যতা জানতে পারে।
প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, আমি অ্যালভীন দীলিপ বাগচীর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইটি পড়েছি। অনেক তথ্য এখানে রয়েছে যা আমাদের সত্যের সন্ধান দেবে, নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আশা করি তাঁর বই দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নতুন প্রজন্ম ও প্রতিষ্ঠানের কর্মীদের জন্যে ৫০ কপি বই লাইব্রেরীতে সংরক্ষণের ঘোষণা দেন।
আরবি/আরপি/ ৩০ মে, ২০১৭