ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাণিজ্য মেলায় সমবায়ীদের পণ্যের সমাহার

বাণিজ্য মেলায় সমবায়ীদের পণ্যের সমাহার

0
1087

ডিসিনিউজ || ঢাকা
২০২০ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছে সমবায় পণ্যের সমাহার। এখানে পাওয়া যাচ্ছে নকশিকাঁথা, চামড়াজাত পণ্য, মাটি ও সিরামিক ক্রোকারীজ, মধু, আচার, শীতের পিঠাসহ নানান পণ্য।
মেলার সমবায় পণ্য বিক্রিয়কেন্দ্রে ঘুরে দেখা যায়, স্টলগুলোতে উপচে পড়া ভিড়। কুষ্টিয়ার কল্যাণপুর মৃৎশিল্প সমবায় সমিতি লি: এর সদস্য বট কৃষ্ণ পাল এসেছেন মাটির পণ্য নিয়ে। ক্রেতাদের ভিড়ের মধ্যে দৃষ্টিনন্দন সব মাটির তৈজসপত্র যেমন মাটির ফুট প্লেট, বিরানি প্লেট, গ্লাস, চা খাওয়ার কাপ, মাটির ব্যাংক, কয়েলদানীসহ ৬৫ ধরনের পণ্য।
দোকানটির বিক্রেতা মাধবি চাকী ডিসিনিউজকে বলেন, ‘আমাদের পণ্য অনেকে পছন্দ করেন। সৌখিন পণ্য হিসেবে সংগ্রহে রাখার জন্য কিনে নিয়ে যান তারা। বাণিজ্য মেলায় আমাদের পণ্য ভালই বিক্রি হচ্ছে।’ চাকী জানান প্রতি বছরই তাদের প্রতিষ্ঠান কে বি পটারী ইন্ডাষ্ট্রি মেলায় সমবায়ী পণ্য হিসেবে অংশগ্রহণ করে থাকে।
নরসিংদী থেকে শিরিয়া বেগম মেলায় অংশ নিয়েছেন। তিনি দরগারবন্দ মহিলা বহুমুখী সমবায় সমিতি লি: এর প্রেসিডেন্ট। তিনি ব্যস্ত ছিলেন নকশিকাঁথা বিকিকিনি নিয়ে। তিনি ডিসিনিউজবে বলেন, ‘আমাদের বিক্রি ভাল হচ্ছে। প্রতিটি নকশিকাঁথা আকার অনুসারে ১ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি।”
পঁয়ষট্টি বছর বয়সী শিরিয়া জানান, ২০১০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত দরগারবন্দ মহিলা বহুমুখী সমবায় সমিতিতে রয়েছেন ১০০ জন নারী সদস্য। তারা প্রতি মাসে সর্বনিম্ন ১০০ টাকা জমা দেন। এই সমিতির হস্তশিল্প প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে নকশিকাঁথা কীভাবে তৈরি করা হয়, ৩০০ টাকার বিনিময়ে তা শেখানো হয়। তিনি বলেন, ‘আমাদের সমিতির প্রায় ৫০ জন সদস্য বিভিন্ন আয়বর্ধক কাজে জড়িত এবং তারা এখন স্ববলম্বী। আমাদের সমিতি নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।’ তাদের সদস্যরা কেউ নকশিকাঁথা বা বিছানার চাদর তৈরি করেন, কেউ হাস-মুরগি বা গরু-ছাগল পালন করে আয় করছেন বলে তিনি জানান।
কাজের স্বীকৃতিস্বরূপ শিরিয়া বেগম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন।

বাণিজ্য মেলার ওই স্টলে দেখা গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর একটি ছবি রয়েছে। তিনি বলেন, গত ২ নভেম্বর জাতীয় সমবায় দিবসে ঢাকায় সমিতির পক্ষে তাদের স্টল ছিল। সেখানে প্রধানমন্ত্রী তাদের স্টল পরিদর্শন করেন এবং তৈরি নকশিকাঁথা দেখে মুগ্ধ হন। তিনি (প্রধানমন্ত্রী) বলেন, ‘আমি দুইটা কিনতে চাই।’ ‘অনেক গর্ব ও আনন্দের সাথে তাঁর নিকট নকশিকাঁথা বিক্রি করি,’ বলেন শিরিয়া। কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন ছয় সন্তানের জননী শিরিয়া। তিনি জানান, তার পাঁচ মেয়েই সরকারি চাকুরি করেন, এক মাত্র ছেলে মেরিনি ইঞ্জিনিয়ার, থাকেন অস্ট্রেলিয়ায়।
তাদের সমিতিতে সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা পান স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে।
সুন্দরবন মৌয়াল ওয়ার্কাস কোÑঅপারেটিভ সোসাইটি লি. এর সদস্য আবু হাসান একটি স্টলে বিক্রি করছিলেন সুন্দরবনের মধু। তিনি ডিসিনিউজকে বলেন, ‘শ্যামনগর উপজেলার মধুরাপুর গ্রামে ৫০টি মৌয়াল পরিবার আছে। তাদের পরিবারের সদস্যদের নিয়েই সুন্দরবন মৌয়াল ওয়ার্কাস কো-অপারেটিভ।’
তিনি আরো বলেন, ‘আমরা ঐতিহ্যগতভাবে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকি। মধু আহরণ করাই আমাদের একমাত্র পেশা।’
তিনি জানান, তাদের সমিতির সদস্যরা সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে বড় উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন। ‘জাপানী একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা দুইটি কারখানা তৈরি করতে যাচ্ছি। সেখানে আমাদের সমিতির মাধ্যমে মধু দিয়ে ক্যান্ডি ও সাবান তৈরি করা হবে। তখন আশা করি আমাদের সমিতির অনেক সদস্যর সেই ফ্যাক্টরিতে কর্মসংস্থান হবে,’ বলেন আবু হাসান।

[wp1s id=”11467″]