ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বানিয়ারচর বোমা হামলা ও বনপাড়া সুনীলহত্যার বিরুদ্ধে বিসিএর মানব বন্ধন ২ জুন

বানিয়ারচর বোমা হামলা ও বনপাড়া সুনীলহত্যার বিরুদ্ধে বিসিএর মানব বন্ধন ২ জুন

0
614

বানিয়ারচর বোমা হামলা ও বনপাড়া সুনীলহত্যার প্রতিবাদে ২ জুন মানবন্ধন করতে যাচ্ছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএস)। বিসিএ’র নিজস্ব ফেইসবুক পেইজের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।

২০০১ খ্রিস্টাব্দের ৩ জুন গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলায় ১০ জন খ্রিষ্টভক্ত মারা যান এবং অসংখ্য খ্রীষ্টভক্তের হতাহতে ঘটনা ঘটে। এ ছাড়াও ৫ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে নাটোর জেলার বনপাড়ায় নিরীহ মোদি ব্যবসায়ী সুনীল গমেজকে জঙ্গী-সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছিল। এ সকল হত্যাকান্ডের স্মরণে ও প্রতিবাদে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আগামী ২ জুন (শনিবার) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করবে।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে অনুরোধ জানিয়েছে বিসিএস’র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিসিএ’র নেতৃত্বে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায় প্রতি বছর বানিয়ারচর হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসবে।

আরবি.এইচআর. ৩০ মে, ২০১৮