শিরোনাম :
বান্দরবানের লামায় খ্রিস্টানদের বাড়ী ঘরে অগ্নি সংযোগ এবং মেহেরপুরে যিশু খ্রিস্টের প্রতিকৃতি ভাংচুরের ঘটনায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন
ডিসিনিউজ ।। ঢাকা
গত ২৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাতে বান্দরবান জেলার লামা উপজেলার ১৭টি খ্রিস্টান পরিবারের সদস্যরা যখন চার্চে প্রার্থনারত ছিলেন তখন তাদের বাড়ী ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা এবং ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর গ্রামের পিন্টু মন্ডলের বাড়ীর সামনে নির্মিত যিশু খ্রিস্টের জন্মোৎসবের প্রতিকৃতি ভাংচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও এবং মহাসচিব মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, সাম্প্রাদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে এ ধরনের অনাকাঙ্খিত এবং অপ্রত্যাশিত ঘটনা অনভিপ্রেত। যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবী জানিয়েছেন তাঁরা। তাঁরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুর্নবাসনের দাবী জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।