শিরোনাম :
বান্দুরায় ঢাকা ক্রেডিটের ১০ম এটিএম বুথের যাত্রা শুরু
ডিসিনিউজ ॥ বান্দুরা
দেশের প্রথম এটিএম বুথ ব্যবহারকারী প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের ১০ম এটিএম বুথ স্থাপন করা হলো বান্দুরায়।
২৭ জানুয়ারি সন্ধ্যা ৫টায় নবাবগঞ্জের বান্দুরায় সমিতির নিজস্ব কার্যালয়ে সদস্যদের সুবিধার্থে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এটিএম বুথ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, বান্দুরা সেমিনারির পরিচালক ফাদার কুঞ্জন কুইয়া, হাসনাবাদ মিশনের পাল-পুরোহিত স্টেনিসলাস গমেজ, সহকারী পাল-পুরোহিত শিশির কোড়াইয়া, সেন্ট ইউফ্রেজি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার মেভেল ডি’কস্তা, হাসনাবাদ ক্রেডিটের চেয়ারম্যান সেলেষ্টিন রোজারিও, গোল্লা সমিতির চেয়ারম্যান টমাস রোজারিও, নয়নশ্রী সমিতির চেয়ারম্যান শ্যামল রোজারিও, ভাইস-চেয়ারম্যান খৃষ্টফার গমেজ, তুইতাল সমিতির চেয়ারম্যান মেরেলিন গমেজ, ভাইস-চেয়ারম্যান থওফিল গমেজ, ট্রেজারার জর্জ গমেজ, গোল্লা সমিতির ভাইস-চেয়ারম্যান বিমল গমেজ, সেক্রেটারি পিটার প্রভাত গমেজ, ট্রেজারার আগস্টিন সুজন গমেজ, ঢাকা ক্রেডিটের সিও সুদান গাইন, সিও জোনাস গমেজসহ স্থানীয় প্রতিনিধি ও সদস্যরা।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা মন্তব্য করে বলেন, ‘আমরা ডিজিটালাইজেশনের বিশ্বে প্রবেশ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষে ঢাকা ক্রেডিটও এগিয়ে যাচ্ছে। যার অংশ বিশেষে হলো আজকের এই এটিএম বুথ স্থাপন। এতে করে সদস্যরাও আধুনিক সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা শুধু ঢাকা ক্রেডিটের সদস্যরাই নয়, অন্যান্য সমিতিও যেন এই সেবা নিতে পারে সেই লক্ষে আমরা অন্যান্য সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা করছি।’
‘বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক অবদান রেখেছে। এখন তৃতীয় খাত হিসেবে সমবায়ে খ্রিষ্টানদের অবদান অপরিসীম। সমবায় অধিদপ্তর ঢাকা ক্রেডিটকে অধিকতর মূল্য দেয়। বর্তমানে ডেভিট কার্ড শুরু হয়েছে, আগামী ছয় মাসের পূর্বেই ক্রেডিট কার্ডও প্রদান করা হবে। শুধু তাই নয়, ঢাকা ক্রেডিট ই-সেবা নিয়েও কাজ করবে সেই আলোচনা চলছে’ এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
[wp1s id=”11526″]
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ‘এটিএম বুথ বিশ্বে প্রথম শুরু করেই ছিল সমবায় প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশে অনেক পরে ঢাকা ক্রেডিট প্রথম এটিএম সার্ভিস চালু করেছে। ঢাকা ক্রেডিটের যুগান্তকারী পদক্ষেপের জন্যই আজ সমবায় অঙ্গনে রোল মডেল হয়ে উঠেছে। ঢাকা ক্রেডিট যে এটিএম সার্ভিস শুরু করেছে, আশা করি সদস্যরা এই সেবাগ্রহণ করবেন এবং নিজ উদ্যোগেই এটিএম কার্ড করবেন।’
তারা আরো বলেন, ‘ঢাকা ক্রেডিট সব সময়ই বিপ্লব এনে দেয়। এটিএম সার্ভিসও একটি সমবায় অঙ্গনে নতুন বিপ্লবের সূচনা। যখন ই-সার্ভিস শুরু হবে, সেটিও হবে একটি সমবায়ের একটি নতুন বিপ্লব। সমবায় যে শুধু ঋণ দেওয়া নেওয়ার জন্য, তা নয়। সমবায় অনেক উদ্ভাবনী কাজও করে, তা ঢাকা ক্রেডিট দেখিয়েছে। সব কাজ ঢাকা ক্রেডিট করতে পারবে না, অন্যান্য সমিতিরও কিছু কাজ করতে হবে। তবে অন্যান্য সমিতি যা না পারে, ঢাকা ক্রেডিট সমাজ উন্নয়নে এমন অনেক কাজই করে যাচ্ছে। আমরা ঢাকা ক্রেডিটের সকল প্রয়াসের সাথে রয়েছি এবং থাকবো।’
এ দিন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে এটিএম বুথের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে ফাদার কুঞ্জন প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে এটিএম বুথের আশীর্বাদ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের কর্মী তপন গমেজ।
ছবি: রবীন ভাবুক
আরো পড়ুন
দেশে প্রথম সমবায় সমিতি হিসেবে এটিএম সার্ভিস চালু করলো ঢাকা ক্রেডিট