ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বান্দুরায় সমবায় বিষয়ক মতবিনিময় সভা

বান্দুরায় সমবায় বিষয়ক মতবিনিময় সভা

0
414

।। ডিসিনিউজ।।
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিমিটেডের আয়োজনে অর্ধদিবসব্যাপী ঋণ খেলাপির বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নবাবগঞ্জের আঠারোগ্রাম অঞ্চলের বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (১৬ নভেম্বর) সকাল ১০টায় নবাবগঞ্জের বান্দুরা ঢাকা ক্রেডিট বান্দুরা বহুমুখী প্রকল্পের পিটার এ. গমেজ কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপত্বি করেন কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও।
মতবিনিময় সভার শুরুতে চেয়ারম্যান নির্মল রোজারিও স্বাগত বক্তব্যে বলেন, ‘কাককোর যাত্রা শুরু হয়েছিল ২০০৭ খ্রিষ্টাব্দে ঋণ খেলাপি কমানোর জন্য এক সভা করা হয়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে কাককোর যাত্রা শুরু হয়।’
তিনি আরো বলেন, একজন সদস্য ঋণ খেলাপি হলে শুধু সদস্যই বিড়ম্বনায় পড়ে না, তার পরিবারের সদস্যদেরও বিড়ম্বনায় পড়তে হয়। সেই সাথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সমবায় সমিতির কর্মকর্তাদের, দায়ভার পড়ে কার্যকরি পরিষদের ওপর।
তিনি বলেন যে কোন সদস্যকে ঋণ প্রদানের পূর্বে অরিয়েন্টশন প্রদান করতে হবে, ঋণ খেলাপির ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জানাতে হবে এবং পারিবারিক বাজেট তৈরি করার পরে যে অবশিষ্ট টাকা থাকবে সেই টাকা দিয়ে ঋণ ফেরত প্রদান করতে পারবে সেই অনুসারে ঋণ গ্রহণ করতে উৎসাহ প্রদান করতে হবে। বর্তমানে ঋণ খেলাপির হার কমানোর জন্য কাককো বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করে থাকে।
চেয়ারম্যান রোজারিও বলেন, বর্তমান সমবায় আন্দোলনে সমবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ১৫% ভ্যাট। সরকারকে ১৫% ভ্যাট প্রদান করলে সদস্যদের রিবেট এবং ডিভিডেন্ট এর পরিমাণ কমে যায়। এই ১৫% ভ্যাট কমানোর জন্য কাককো আন্দোলন করেছে এবং আরো আন্দোলন করবে।

‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। তখন বাংলাদেশে কোন এনজিও থাকবে না, তখন উন্নয়নমূলক কাজ করবে ক্রেডিট ইউনিয়ন।’ যোগ করেন তিনি।
হাসনাবাদ খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সেলেষ্টিন রোজারিও বলেন, ‘এখন ক্রেডিট ইউনিয়নের কার্যকরি পরিষদের নেতাদের সময় এসেছে চিন্তা করার সদস্যদের চাওয়া কী। সেই সাথে ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের জন্য যুব সমাজকে ক্রেডিট ইউনিয়নমুখী করতে হবে। নতুবা ভবিষ্যত প্রজন্ম নেতৃত্ব শূন্যতায় ভুগবে। সেই সাথে গরীব, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান গড়তে কারিগরী শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে।
কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা ধন্যাদ বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। নয়টি সমিতি থেকে প্রায় একশত বিশজন অংশগ্রহণ করেন।