ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বান্দুরা কিশোর সংঘের প্রিমিয়ার লীগ-২০২১-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বান্দুরা কিশোর সংঘের প্রিমিয়ার লীগ-২০২১-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

0
623

ডিসিনিউজ ।। হাসনাবাদ

২৭ আগস্ট, বান্দুরা কিশোর সংঘের প্রিমিয়ার লীগ-২০২১ এর ফাইনাল খেলায় হাসনাবাদ দিশারী সংঘের মুখোমুখি হয়েছে সেন্ট যোসেফ ক্লাব পুরান তুইতাল। ফাইনাল খেলায় ৩-২ গোলে সেন্ট যোসেফ ক্লাব পুরান তুইতাল জয় লাভ করে।

বান্দুরা কিশোর সংঘ আয়োজিত প্রিমিয়ার লীগে মোট ৪টি দল যথাক্রমে বড়গোল্লা অগ্রণী সংঘ, হাসনাবাদ দিশারী সংঘ, মোলাশীকান্দা উদ্যোগী সংঘ ও সেন্ট যোসেফ ক্লাব পুরান তুইতাল অংশ নিয়েছিল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত ষ্ট্যানলি কস্তা। এ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোর সংঘের প্রেসিডেন্ট লিংকন পল রোজারিও, সহকারী পাল-পুরোহিত তুষার জেভিয়ার কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, এসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বান্দুরা ৪ নং ওয়ার্ডের ইউপি মেম্বর আশিকুর রহমান রতন, ওসমান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আক্কাস উদ্দিন মোল্লাসহ আরো অনেকে।