শিরোনাম :
বারমারীতে ফাতেমা রাণী মারীয়ার তীর্থ উৎসব ২৪-২৫ অক্টোবর
ডেক্স রিপোর্ট:
ময়মনসিংহ ধর্মপ্রদেশের বারমারী ধর্মপল্লীতে ফাতেমা রাণী মারীয়ার তীর্থ অনুষ্ঠিত হবে আগামী ২৪-২৫ (বৃহস্পতি ও শুক্রবার) অক্টোবর।
শেরপুরের নালীতাবাড়ীর বারমারীতে সাধু লিও’র কাথলিক গির্জার ফাতেমা রাণীর তীর্থের এবছরের মূলসূর হচ্ছে ‘বিশ্বাসের যাত্রায় মিলন সমাজ গঠনে ফাতেমা রাণী মা মারীয়া’।
ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি সিএসসি দয়াময়ী মায়ের সাথে তীর্থ যাত্রায় অংশগ্রহণ করতে প্রায়শ্চিত্ত, মন পরিবর্তন, পাপস্বীকার ও প্রার্থনার মাধ্যমে পূণ্য অর্জনের আহ্বান জানান।
তীর্থের আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ নভেনা প্রার্থনা।
তীর্থের প্রধান খ্রিষ্টযাগে পৌরহিত্য করবেন ভারতের শিলং আর্চডায়োসিসের বিশপ ডমিনিক জালা।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় পাপস্বীকার, ৪টায় পবিত্র খ্রিষ্টযাগ, রাত ৮টায় আলোক শোভাযাত্রা, রাত ১১টায় আরাধ্য সাক্রামেন্থের আরাধনা ও নিরাময় অনুষ্ঠান ও রাত ১২টায় নিশি জাগরণ। ২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ এবং ১০টায় মহাখ্রিষ্টযাগ।
তীর্থের যে কোনো প্রয়োজনে তীর্থ কমিটির সমন্বয়কারী ফাদার মনিন্দ্র এম চিরানের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭১৫০৮৩০৬১ ও ০১৯২৭৩৪৬০২১ নাম্বারে। থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে।