ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিউটি পার্লার প্রকল্পের কর্মীদের প্রফেশনাল গ্রুমিং ওরিয়েন্টেশন

বিউটি পার্লার প্রকল্পের কর্মীদের প্রফেশনাল গ্রুমিং ওরিয়েন্টেশন

0
1203

ডিসিনিউজ:
ডিসি বিউটি পার্লার প্রকল্পের কর্মীদের প্রফেশনাল গ্রুমিং ওরিয়েন্টেশন প্রদান করা হয়। নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঢাকা ক্রেডিটের নতুন এ প্রকল্পের অধীনে আজ (২ ডিসেম্বর) ১০ জন নারী কর্মীকে ওরিয়েন্টেশন দেওয়া হয়।
ঢাকা ক্রেডিটের বি. কে গুড কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
ওরিয়েন্টেশনে শুভেচ্ছা জ্ঞাপন করেন ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের আহ্বায়ক এবং ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য পাপড়ী প্যাট্রিসিয়া আরেং। এ সময় তিনি নতুন কর্মীদের উদ্দেশে বলেন, ‘ডিসি বিউটি পার্লার নিজেদের মধ্যে ধারণ করবেন। নিজেদের প্রতিষ্ঠান মনে করবেন। নিজেদের দক্ষতার সবটুকু ঢেলে দিবেন।’
প্রধান অতিথির বক্তব্যে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিট চায় নারী উন্নয়নে কাজ করতে। সেই প্রেরণা নিয়ে বিউটি পার্লারের মধ্য দিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের দায়বদ্ধতাই এই প্রকল্পের সফলতা আনবে।’
‘ব্যক্তিগত সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বোধ’ বিষয়ে প্রশিক্ষণ দেন ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার প্রকল্প পরিচলনা কমিটির সদস্য মার্সিয়া মিলি গমেজ। তিনি এই সময় বলেন, ‘যিনি আপনার সেবাগ্রহণ করবেন, তার কাছে আগে নিজেকে ভালভাবে উপস্থাপন করতে হবে। নিজেকে পরিপাটি, পরিচ্ছন্ন রাখতে হবে, পোশাক-পরিচ্ছদ ভাল হতে হবে, আদব-কায়দাও এই সেবায় গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে।’
‘ক্লায়েন্ট বা সেবাগ্রহণকারী ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ দেন ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের কনসালটেন্ট রোজলীন প্যারেস। এ সময় তিনি বলেন, একজন সেবাগ্রহণকারীকে যদি ভাল সেবা দেওয়া যায়, তাহলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। এই বিষয়টা লক্ষ্য রেখে সেবা দিতে হবে। এ ছাড়া বিউটি পার্লার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিউটি পার্লারে আমাদের যে কাজ সেটা খুব ভালভাবে যতœ করে করবো এবং অন্যদের শেখাবো।’
‘প্রতিষ্ঠানের আচরণবিধি ও নৈতিক নীতিমালা এবং ছুটি সংক্রান্ত নিয়মাবলী’ বিষয়ের ওপর বক্তব্য দেন ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি ডিপার্টমেন্টের ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার। তিনি তাঁর বক্তব্যে সকলকে ইতিবাচক মানসিকতার হওয়ার আহ্বান জানান। তিনি কর্মক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার বিষয়ে জোর দেন।
‘আমি নিজে সেবাগ্রহণকারী হিসেবে যেমন সেবা চাই, আমাদেরও উচিত অন্যদের সেরকম সেবা দেওয়া,’ বলেন ঢাকা ক্রেডিটের নদ্দা সেব কেন্দ্রের ম্যানেজার সুবাস রোজারিও।
ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, সিও সুদান গাইন ও ঢাকা ক্রেডিটের ফিন্যান্স বিভাগের ইনচার্জ শ্যামলী কস্তা।
প্রশিক্ষণার্থী কর্মদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টের চিফ অফিসার সুইটি সি. পিউরীফিকেশন। পরিশেষে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যাবাদ জানান।

প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর নদ্দায় ঢাকা ক্রেডিট উদ্বোধন করতে যাচ্ছে ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার ।

আরো পড়ুন:

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমি

নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা ক্রেডিটের পিটার ভবন উদ্বোধন

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের চুক্তিপত্র স্বাক্ষর