ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিখ্যাত সুরকার সমর দাসের ১৭তম প্রয়াণ দিবস

বিখ্যাত সুরকার সমর দাসের ১৭তম প্রয়াণ দিবস

0
424

বিখ্যাত সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান সঙ্গীত পরিচালক সমর দাসের আজ ১৭তম প্রয়াণ দিবস।

২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় ওয়ারী খ্রিষ্টান করবস্থানে বিখ্যাত সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান সঙ্গীত পরিচালক সমর দাসের কবরে বিশেষ প্রার্থনা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন সদরঘাট ব্যাপ্টিষ্ট চার্চের পালক যোসেফ সরকার।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমর দাস স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও বলেন, ‘সমর দাস বাংলাদেশের সঙ্গীত জগতে একটি প্রতিষ্ঠিত নাম। তাঁর মতো একজন প্রতিভাবান ব্যক্তিত্ব পাকিস্তানে ও বাংলাদেশে ছিল বিরল। তিনি আমাদের অনেক দিয়েছেন; কিন্তু সে তুলনায় আমরা তথা জাতি তাঁকে মূল্যায়ন করতে পারেনি। তাঁকে মূল্যায়ন করতে হলে তার কর্মজজ্ঞ সর্ম্পকে সম্যক ধারনা থাকতে হবে।’

এ সময় সুরকার ও গীতিকার লিটন অধিকারী লিন্টু বলেন, ‘আমরা যা হারিয়েছি তা আমরা হয়তো আর পাব না। তাঁর মতো বলিষ্ঠ ব্যক্তি আমাদের খ্রীষ্টান সমাজে আর নেই। তাঁর হাত ধরেই আমি গীতিকার হয়ে উঠি এরং বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশনে কাজ করার সুযোগ পাই। সাংগঠনিক দক্ষতসম্পন্ন এমন ব্যক্তি হয়তো আমি আর দেখতে পাবো না। তিনি সঙ্গীত নিয়ে গবেষণা করেছেন এবং কমিউনিটির জন্য প্রাণপন চেষ্টা করে গেছেন।’

রাজু হালদার বলেন, ‘সমর দাসের মতো লোক আমরা আর পাবো না। তার যে দক্ষতা ছিল তা আর আমরা পাবো না। তিনি ৪৫০ শিল্পী নিয়ে মিউজিক কম্পোজ করেছেন।’

জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদক রেভা: ডেবিড এ দাস বলেন, ‘বড়দিনের প্রোগ্রাম বেতার ও টিভিতে প্রচার করা হতো না। সমর দাসের উদ্যোগেই প্রথম বেতারে এবং পরবর্তিতে টিভিতে প্রচার করা হয়। তিনি জাতীয় পর্যায়েও অবদান রাখেন । স্বধীনতার পূর্বে প্রতিটি জাতীয় আন্দোলনে তিনি যোগ দিয়েছেন এবং তিনি বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন।

এরপর সমর দাসের সমাধীতে তাঁর পরিবার, সমর দাস স্মৃতি সংসদ, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, বাংলাদেশ চার্চ পরিষদ, সদরঘাট ব্যাপ্টিষ্ট চার্চসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পুষ্পস্তবক অর্পন করে।