ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিচারক হিসেবে কানে বাংলাদেশের বিধান রিবেরু

বিচারক হিসেবে কানে বাংলাদেশের বিধান রিবেরু

0
491

ডিসি ডেক্স

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের বিধান রিবেরু। ফ্রান্সের কান শহরে আগামী ১৭ মে থেকে শুরু হয়ে ২৮ মে পর্যন্ত চলবে চলচ্চিত্রের এ জমকালো আসর।

মূলত এই উৎসবের আন্তর্জাতিক সমালোচকেরা ক্রিটিকস উইক থেকে একটি করে সেরা সিনেমাকে ও আঁ সার্তে রিগা এবং প্যারালাল সেকশনে নির্বাচিত করে থাকেন। এবার অন্যান্য দেশের বিচারকদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন বিধান রিবেরু।

“আন্তর্জাতিক পরিসরে প্রথমে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাই ফিপ্রেসি থেকে। দ্বিতীয় ডাকটাই এল দুনিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান থেকে। জুরি হিসেবে থাকব প্যারালাল সেকশনে। এ আনন্দ আমি ভাগ করে নিতে চাই আমার পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে এবং অবশ্যই একজন মানুষের সঙ্গে, তিনি আহমেদ মুজতবা জামাল, ভালোবাসা জানবেন।” সোস্যাল মিডিয়া জানান বিধান রিবেরু।

চলচ্চিত্রের পাশাপাশি ২০০৫ সাল থেকে সাংবাদিকতাতেও যুক্ত আছেন বিধান রিবেরু। দেশের প্রথম সারির টিভি চ্যানেলে কাজ করেছেন তিনি। চলচ্চিত্র নিয়ে নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্রিকায়। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’, ‘চলচ্চিত্র বিচার’, ‘শাহবাগ: রাজনীতি ধর্ম চেতনা’, ‘বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ’, ‘বলিউড বাহাস’ প্রভৃতি।