ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিচার বিভাগের আরো স্বাধীনতা দরকার

বিচার বিভাগের আরো স্বাধীনতা দরকার

0
195

“বর্তমান বিচার বিভাগ স্বাধীন, তবে বিচার বিভাগের আরো স্বাধীনতা দরকার” বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন সাধন করতে হলে বিচার বিভাগকে আরো স্বাধীন করতে হবে। এছাড়াও তিনি বাজেটে বিচার বিভাগের জন্য বাড়তি বরাদ্দ ও বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সুজনের সহ-সভাপতি বিচারপতি কাজী এবায়দুল হক, সুপ্রিমকোর্টের আইনজীবী সুব্রত চৌধুরি, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি কাজী হাফিজউদ্দিন খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, যদি বিচারকদের চাকরীর নিশ্চয়তা না থাকে তাহলে তারা চাকরীর ভয়ে বিচারকার্য সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। তিনি এ সময় বিচার বিভাগকে জবাবদিহিতা চর্চা করার কথা বলেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী সুব্রত চৌধুরি বলেন, বিচার বিভাগে রাজনীতির আচর লেগেই আছে। ব্রেঞ্চ অফিসার ও পেশকারদের দ্বারা আদালত প্রভাবিত, এসবের দেখভাল করার কেউ নেই। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা বিচার করতে হবে। এছাড়াও তিনি নিম্ন আদালতে বিচারকের সংখ্যা বাড়ানোর উপরও তাগিদ দেন।

আরবি/আরপি/ ১১ জুলাই, ২০১৭