ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্যের নতুন প্রস্তাব পশ্চিমবঙ্গের

বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্যের নতুন প্রস্তাব পশ্চিমবঙ্গের

0
493

সম্প্রতি বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রের কর্মকর্তারা পশ্চিমবঙ্গ থেকে বিদ্যুৎ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ থেকে বিদ্যুৎ কেনাই যে বাংলাদেশের পক্ষে সব থেকে সুবিধাজনক, সেটাও উল্লেখ করেছিলেন বাংলাদেশের কর্মকর্তারা।

তারপরেই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উৎপাদন ও সংবহন সংস্থাগুলি বিস্তারিত প্রস্তাব তৈরি করে যে কী কী ভাবে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি করা যেতে পারে।

বিবিসির বরাতে জানা যায়, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী জানিয়েছেন, “আমাদের অফিসারেরা যে প্রস্তাব নিয়ে যাচ্ছেন, তার মধ্যে যেমন থাকছে বাংলাদেশকে আরও বেশী বিদ্যুৎ দেওয়ার কথা, তেমনই থাকবে বিদ্যুৎ উৎপাদন ও সংবহন ক্ষেত্রের মতো কারিগরি বিষয়ে সাহায্যের প্রস্তাবও।”

পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইন দিয়ে ভারত দিনে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠায়।

এর মধ্যে ২৫০ মেগাওয়াট দেয় জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন বা এন টি পি সি। দুই দেশের চুক্তি অনুযায়ী ওই বিদ্যুতের দাম খুবই কম রাখা আছে। এছাড়া আরও ২৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ রফতানি করে পশ্চিমবঙ্গ – যেটার দাম বাজার অনুযায়ী ঠিক হয়ে থাকে।

২০১৩ সাল থেকে কেন্দ্রীয় সংস্থা পাওয়ার ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে এই বিদ্যুৎ রফতানি করা হয়।

আরবি/আরপি

৩ ডিসেম্বর, ২০১৬