ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড বিশেষ সাধারণ সভা এবং নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিশেষ সাধারণ সভা এবং নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি

0
320

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা
রেভাঃ ফাদার চার্লস জে. ইয়াং ভবন, ১৭৩/১/এ পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
ফোন : ৫৮১৫২৬৪০, ৫৮১৫৩৩১৬, ৯১৩৯৯০১-০২, ৯১২৩৭৬৪

বিশেষ সাধারণ সভা এবং নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রীট মামলা নং ০৩/১৭ এবং ০৮/১৭ এর রায়ের নির্দেশনা মোতাবেক আগামী ১৫/০১/২০১৭ ইং তারিখ, রোজ-রবিবার, সকাল ৮ঃ৩০ মিনিট হতে বিকাল ৪ঃ৩০ মিনিট পর্যন্ত বটমলী হোম অর্ফানেস টেকনিক্যোল স্কুল মাঠ প্রাঙ্গণ, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ এ ঠিকানায় প্রতিনিধির মাধ্যমে বিশেষ সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধি ভোটারগণকে যথাসময়ে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

অনুরোধ ক্রমে

বাবু মার্কুজ গমেজ
প্রেসিডেন্ট
দিসিসিসিইউলিঃ, ঢাকা

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারী
দিসিসিসিইউলিঃ, ঢাকা

আরপি/ আরবি/আরএস/এসএন/ ১৩ জানুয়ারি, ২০১৭/ সকাল ৯.০০মি.