শিরোনাম :
বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা
নিজস্ব প্রতিবেদক:
‘আমরা যুব শক্তিকে শিক্ষিত ও সামর্থবান করতে চাই’ বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
৮ জুলাই ঢাকা ক্রেডিটে ইংরেজি শিক্ষা কোর্সের বিদায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও নতুন শিক্ষার্থীদের বরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্ট বাবু মার্কুজ শিক্ষার্থীদের শুভকামনা করে বলেন, ‘বিশ্বে টিকে থাকতে হলে অনেক কিছুর বিষয়ে জ্ঞান রাখতে হয়। তার মধ্যে ইংরেজির উপর দক্ষতা অন্যতম। যুবদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠতে ঢাকা ক্রেডিট এই ইংরেজি শিক্ষা কোর্সের আয়োজন করছে। চাকুরির বাজারে আপনাদের টিকে থাকতে ঢাকা ক্রেডিটের ইংরেজি শিক্ষা কোর্স অনেক সাহায্য করবে।’
তিনি আরো বলেন, যদি কেউ ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে সেটি তার বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। আপনারও এই কোর্সের মাধ্যমে ইংরেজিতে দক্ষতা অর্জনের মাধ্যমে বিশেষ যোগ্যতা অর্জন করবেন।
বক্তব্যে প্রেসিডেন্ট বাবু মার্কুজ বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা এবং নতুনদের শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও ইংরেজি কোর্সের কনভেনর গিলবার্ট পংকজ কস্তা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘বাঙালিরা সহজে ইংরেজিতে লিখতে পারি। কিন্তু ইংরেজিতে কথা বলায় আমাদের দুর্বলতা রয়েছে। ঢাকা ক্রেডিট ইংলিশ কোর্সের আয়োজনের মাধ্যমে আপনাদের ইংরেজিতে পারদর্শী করে তুলতে চায়।’
‘যারা ইতিমধ্যে কোর্স সম্পন্ন করেছেন, তারা আশা করি ভাল ফলাফল পেয়েছেন। যারা নতুন কোর্সে ভর্তি হয়েছেন, তারা যদি সুন্দর মতো কোর্সটি সম্পন্ন করেন, তাহলে আপনারাও ভাল জায়গায় স্থান করে নিতে পারবেন। আপনারা মনে রাখবেন, বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা। আশা করি আপনারা এই যোগ্যতা অর্জন করবেন’ বলেন অনুষ্ঠানের সভাপতি গিলবার্ট পংকজ কস্তা ।
ইংরেজি শিক্ষা কোর্সের শিক্ষক রেজা উন নবী রেজা বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, সদ্য সমাপ্ত ব্যাচটি ছিল অসাধারণ। তারা দক্ষতার সাথে কোর্সটি সম্পন্ন করেছেন। যারা নতুন করে ভর্তি হয়েছেন, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইংরেজিতে পারদর্শী হবেন এই আশা করি। ঢাকা ক্রেডিট যুবদের জন্য কাজ করে যাচ্ছে। এখানে শুধু ইংরেজি শিক্ষা দেওয়া হয় না, এখানে বাবা-মা এবং পারিপার্শ্বির আচার-ব্যবহারেরও শিক্ষা দেওয়া হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রতাপ আগস্টিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরা। ধন্যবাদ বক্তব্য রাখে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
হলিক্রস কলেজে পড়ুয়া হীরা ঢাকা ক্রেডিটের ইংলিশ কোর্সে অংশগ্রহণ করেছিলেন। তিনি ইংলিশ কোর্সের কার্যকারিতা বিষয়ে বলেন, ‘আমি লেখায় ভাল থাকলেও, ভাল বলতে পারতাম না। এখানে ভর্তি হয়ে আমি আমেরিকান ও বৃটিশ ইংরেজি উচ্চারণ শিখতে পেরেছি। কীভাবে ইংরেজিতে উপস্থাপন করা যায়, সেই বিষয়েও জানতে পেরেছি।’
ইংরেজি শিক্ষা কোর্সে নতুন ভর্তি হওয়া শিশির বিশ্বাস বলেন, ‘ইংরেজিতে দক্ষ হওয়ার জন্যই এখানে ভর্তি হয়েছি। ঢাকা ক্রেডিট ইংরেজি কোর্সটি মানসম্পন্ন, তাই এখানে ভর্তি হয়েছি। চাকরি থেকে শুরু করে, যোগাযোগের জন্য ইংরেজিতে দক্ষতা থাকা প্রয়োজন।’
উর্মি জাহান প্রিয়া জানান, এক বান্ধবীর কাছ থেকে ঢাকা ক্রেডিটের ইংরেজি কোর্সের বিষয়ে জানতে পেরেছি। ঢাকা ক্রেডিটের ইংরেজি কোর্সে অনেক ভাল কিছু শিখতে পারা যায়, তাই অন্যসব প্রতিষ্ঠানে না গিয়ে এখানে ভর্তি হয়েছি।’
অনুষ্ঠানে কোর্সের ২৬ জন প্রশিক্ষণার্থী সনদপত্র গ্রহণ করেছেন এবং নতুন করে ৩৫ জন শিক্ষার্থী ইংরেজি কোর্সে ভর্তি হয়েছেন।
আরো পড়ুন: ঢাকার ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি