শিরোনাম :
বিশ্ব দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণ দিবস পালন
ডিসিনিউজ ॥ ঢাকা
ক্যাথলিক মন্ডলী পালন করলো বিশ্ব দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণ দিবস।
২৫ জুলাই রবিবার এই দিবস উপলক্ষে গির্জাগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ খ্রিষ্টযাগ। বিশপ-ফাদারগণ দিনটি উপলক্ষে বিশেষ উপদেশ প্রদান করেন। কোনো কোনো গির্জায় দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণদের ফুল দিয়ে জানানো হয় সম্মান ও ভালোবাসা।
রমনা গির্জায় ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই উপদেশে বলেন, ‘দাদা-দাদী, নানা-নানীদের নিকট হতে নাতি-নাতনিরা অনেক ভালোবাসা ও সুশিক্ষা পায়। তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। তাঁদের ভালোবাসলে ঈশ^রকেই ভালোবাসা হয়। তাঁদের ভালোবাসার মধ্য দিয়ে নাতি-নাতনিরা পায় আশীর্বাদ।’
তিনি প্রশ্ন করে বলেন, আমাদের সমাজের দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণদের অবস্থা কী? তাঁদের কথা বাদ দিয়ে আমাদের জীবনের কথা চিন্তা করতে পারি না। তাঁদের যদি অবহেলা করি, তাহলে আমরা ঈশ^রকেই অবহেলা করি।
এই বছর জুলাই ২৫, রবিবার পুণ্যপিতা পোপ ফ্রান্সিস গোটা বিশ্বমন্ডলীতে দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণ দিবস উদযাপন করতে আহ্বান জানিয়েছেন। জুলাই ২৬ তারিখ হল যিশুর নানা-নানী, অর্থাৎ মা মারীয়ার পিতামাতা সাধু যোয়াকিম ও সাধ্বী আন্নার পার্বণ দিবস। তাই পোপ মহোদয় ঘোষণা করেছেন যে, প্রতি বছরই বিশ্বমন্ডলীতে ২৬ জুলাই সাধু যোয়াকিম ও সাধ্বী আন্নার পার্বণ দিবসে (যদি জুলাই ২৬ রবিবার দিন না হয়) তবে নিকটতম রবিবারে দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণ দিবস উদযাপন করা হবে। এই উপলক্ষে প্রথম বছরে মূলভাব হিসাবে পুণ্যপিতা পোপ মহোদয় বেছে নিয়েছেন যিশুর সেই কথা “আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি” (মথি ২৮:২০)।