ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিশ্ব পরিবর্তনে নারীর প্রতি পুরুষকে সহমর্মী হওয়ার আহ্বান: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিশ্ব পরিবর্তনে নারীর প্রতি পুরুষকে সহমর্মী হওয়ার আহ্বান: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
809

ঢাকা ক্রেডিট নারী কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে।

৪ মার্চ, শনিবার বিকাল ৫টায় আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ্য করে ঢাকা ক্রেডিট নারী কমিটি তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘নির্ভীক মোরা পরিবর্তনে’ নারী-পুরুষের সমতা উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব এডুকেশনের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফা রহমান রুমা অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি নারী-পুরুষের বৈষম্যের কথা তুলে ধরে বলেন, ‘যদিও বিশ্ব অনেকদূর এগিয়েছে কিন্তু নারীদের সাথে সমাজ এখনও বিমাতাসূলভ আচরণ করছে। নানাভাবে মেয়েদের বাধা দেওয়া হচ্ছে। নারীদের অগ্রগতির জন্য পুরুষদেরকে এগিয়ে আসতে হবে, মনোভাবের পরিবর্তন করতে হবে।’ 05তিনি আরও বলেন, নারীদের উন্নয়নের জন্যে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের যে উন্নয়ন তা কিন্তু একজন নারীর হাত ধরেই এগিয়ে যাচ্ছে।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর সভাপতি এবং ঢাকা ক্রেডিটের উপদেষ্টা নির্মল রোজারিও বলেন, ‘সমাজের পরিবর্তন ও উন্নয়নের জন্য নারীদের আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ বলে নারীরা এগিয়ে এলে যেকোনো প্রতিষ্ঠান ভাল চলবে। তিনি সমাজ পরিবর্তনের জন্যে নারীর প্রতি পুরুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপর জোর দেন।

দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্রেসিডেন্ট আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ‘পৃথিবীর আদি থেকেই নারী-পুরুষের একসাথে পথচলা শুরু হয়েছে। সফল পুরুষের পেছনে একজন নারীর ভূমিকা থাকে। পরিবারে, সমাজে ও দেশের উন্নয়নের নারীর ভূমিকা ও অবদান অনেক। বহির্বিশ্বে নারীদের দ্বারা অনেক আশ্চর্য ও মহিমার কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘ক্রেডিট ইউনিয়নে নারীদের অনেক অবদান রয়েছে। নারীরা না থাকলে ক্রেডিট ইউনিয়নে টেকসই উন্নয়ন হতো না।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘নারীদের নিয়ে বিশ্ব যেভাবে চিন্তা ও কাজ করছে ঢাকা ক্রেডিটও ঠিক সেভাবেই কাজ করছে।’ ঢাকা ক্রেডিটে নারীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘৬২ বছরের ইতিহাসে নারীরা প্রমাণ করেছে তাঁরা সদস্য হিসেবে, কর্মী হিসেবে অত্যন্ত ভাল এবং নারীদের হাত ধরে আমাদের খ্রিস্টান সমাজ অনেকদূর এগিয়ে যাবে। তিনি ঢাকা ক্রেডিটের নারীদের জন্যে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও পদক্ষেপের কথাও তুলে ধরেন। পাশাপাশি সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।

07ঢাকা ক্রেডিট নারী কমিটির যুগ্ম-আহবায়ক মার্সিয়া মিলি গমেজ, আহবায়ক পূর্ণিমা মারীয়া গমেজ, সদস্য সচিব ষ্টেলা হাজরা ও চম্পা মনিকা গমেজ-এর পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং পূর্ণিমা মারীয়া গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী কমিটির সদস্য ছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সমবায় অধিদপ্তরের টিসিও রুহুল আমিন, ঢাকা হাউজিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অনিল লিও গমেজ, ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদের প্রাক্তন ও বর্তমান সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

নারী কমিটির যুগ্ম আহবায়ক মঞ্জু মারিয়া পালমা ও সচিব ষ্টেলা হাজরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

‘জাগো নারী জাগো বহ্নি শিখা’ গান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে নারী কমিটির অংশগ্রহণে জারি গানের মাধ্যমে নারীদের শোষণ-বঞ্চনা ও মহিমার কথা তুলে ধরা হয়।

শেষে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজের ধন্যবাদ জ্ঞাপন ও ডিরেক্টর পাপিয়া রিবেরুর প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এসএস/আরবি/আরপি/৪ মার্চ, ২০১৭