শিরোনাম :
বিসিএ-এর ৫০ বছর পূর্তিতে প্রয়াত নেতৃবৃন্দের কবরে শ্রদ্ধা
বাংলাদেশে খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার (জুলাই ১৭, ২০১৭) সকাল ৭টায় ঢাকার তেজগাঁও চার্চের কবরে এসোসিয়েশনের বর্তমান নেতৃবৃন্দ প্রয়াত নেতৃবৃন্দের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর বর্তমান সভাপতি নির্মল রোজারিওর নেতৃত্বে মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিত্বসহ খ্রিষ্টভক্তগণ কবরে উপস্থিত ছিলেন। প্রথমে তাঁরা প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে কবরে প্রার্থনা করেন ও পরে তাঁদের প্রত্যেকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বর্তমান নেতৃবৃন্দ সর্বাগ্রে সকল নেতার বিদেহী আত্মার স্মরণে কবরে স্থাপিত প্রভু যিশুর প্রতিকৃতির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট নির্মল রোজারিও বিসিএ-এর প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বলেন, যদি তাঁরা আমাদের এই এসোসিয়েশন প্রতিষ্ঠা না করে যেতেন, তাহলে আজ দেশের সংখ্যালঘু খ্রিষ্টান সমাজ এসোসিয়েশনের সেবা থেকে বঞ্চিত হতো, নির্যাতিত হতো। ‘তাই আমরা এসোসিয়েশনের ৫০ বছর পূর্তির প্রথম দিনেই তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাঁদের অবদানের কথা আমরা চিরদিন স্মরণ করব।’
এরপর সংক্ষিপ্ত প্রার্থনা পরিচালনা করেন জুডিসিয়াল ভিকার ড. ফাদার মিন্টু এল পালমা।
প্রার্থনার পর যে নয়জন প্রয়াত নেতার কবরে পর্যায়ক্রমে ফুল দেওয়া হয়, তাঁরা হলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট স্বর্গীয় পিটার রড্রিক্স, প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক টি ডি রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট আলেকজান্ডার রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট সিরিল সিকদার, প্রাক্তন প্রেসিডেন্ট ডানিয়েল কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট আরনল্ড সি গমেজ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট খ্রীষ্টফার গমেজ ও প্রাক্তন ট্রেজারার স্ট্যানলী টেনু গমেজ।
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জোনাস গমেজ, শিক্ষা সম্পাদক দানিয়েল সিকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানকিন, নির্বাহী সদস্য গাব্রিয়েল কস্তা, রতন পিটার কোড়াইয়া, এন্ড্রু সিকদার, আন্তন হালদার, পল্লব ডি রোজারিও, মোশী মন্ডলসহ আরও অনেক খ্রীষ্টভক্ত। অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।
আরপি/এসআর/আরবি/ ১৭ জুলাই, ২০১৭