ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিসিএ কর্তৃক প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র মৃত্যুবার্ষিকী স্মরণে প্রার্থনানুষ্ঠান

বিসিএ কর্তৃক প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র মৃত্যুবার্ষিকী স্মরণে প্রার্থনানুষ্ঠান

0
187

ডিসিনিউজ ।। ঢাকা

পালন করা হলো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র ৭ম মৃত্যুবার্ষিকী।

১১ মে, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) প্রয়াত প্রতিমন্ত্রী’র মৃত্যুদিবসে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে এ দিন সকাল ৬টায় ফার্মগেট তেজগাঁও চার্চে প্রয়াত প্রতিমন্ত্রীর আত্মার কল্যার্ণে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার তাপস হালদার। খ্রিষ্টযাগে প্রয়াতের আত্মার চিরকল্যাণ কামনা ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। এছাড়া তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ বাড়ীতে তাঁর আত্মার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল জেমস্ সুব্রত হাজরা এবং প্রমুখ।

প্রয়াত প্রতিমন্ত্রী ২০১৬ খ্রিষ্টাব্দের ১১ মে মৃত্যুবরণ করেন।

অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি ১৯৯১, ২০০১, ২০০৮, এবং ২০১৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, ২০০৯ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই থেকে ২০১২ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর বর্তমান সরকারের মেয়াদ ১৫ সেপ্টেম্বর ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ১১ মে ২০১৬ মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অত্যন্ত সজ্জন, বিনয়ী, দেশ ও সমাজ দরদী এডভোকেট প্রমোদ মানকিন জীবদ্দশায় সংস্কৃতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এবং কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।