শিরোনাম :
বি-সেভার্স ও স্মার্ট সেভার্স উৎসব-২০১৮
‘শিশুরা বি-সেভার্স ও স্মার্ট সেভার্সের মাধ্যমে বুঝতে পারবে কিভাবে সমাজের উন্নয়ন এবং সমাজ সংস্কারে অবদান রাখতে হয়’ বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে ঢাকা ক্রেডিট কর্তৃক আয়োজিত বি-সেভার্স ও স্মার্ট সেভার্স উৎসবে এ কথা বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
শনিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকা ক্রেডিটের বি-সেভার্স ও স্মার্ট সেভার্সদের নিয়ে আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রেডিটের বি-সেভার্স ও স্মার্ট সেভার্সদের মধ্যে যারা স্কুলের বিভিন্ন শ্রেণিসহ জেএসসি ও পিএসসি পরীক্ষায় ১ম, ২য় এবং জিপিএ ৫ পেয়েছে তাদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ শিশুদের বলেন, ‘তোমরা যারা পড়াশুনায় এত ভাল ফলাফল অর্জন করেছ, তাদের শুভেচ্ছা জানাই। তোমরা এভাবেই সমানের দিকে এগিয়ে যাবে এবং এক সময় দেশের উন্নয়নের হাল ধরবে। তোমারাই হলে আগামী দিনের ভবিষ্যৎ।’
তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ‘২০১১ সালে বি-সেভার্স ও স্মার্ট সেভার্সের যাত্রা শুরু হয় এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ২ হাজারের বেশি। ক্রেডিটে বি-সেভার্স ও স্মার্ট সেভার্স চালু করার উদ্দেশ্য ছিল, শিশুদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা। শুধু তাই নয়, ঢাকা ক্রেডিট একটা শিশুর জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত সকল বিষয়ে কাজ করে যাচ্ছে। শিশুদের জন্য এই প্রকল্প বাদেও ডিসি চাইল্ড কেয়া এন্ড এডুকেশন সেন্টার, নদ্দা স্কুলসহ কালচারাল একাডেমি নিয়ে কাজ করছে। এসব প্রকল্প শিশুদের ভবিষ্যৎ সাংস্কৃতিক বিকাশ ও ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পিটার গোমেজ, পিটার রতন কোড়াইয়া, রুপম পিউরীফিকেশন, উইলসন রিবেরু, আলবার্ট আশিস বিশ্বাস, পাপিয়া রিবেরু, আনন্দ ফিলিপ পালমা, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি জন গমেজ, সদস্য লরেন্স মানিক রোজারিও, অবিনেশ নকরেক, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের কনসালটেন্ট তিমির চক্রবর্তীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাড়াও উপস্থিত সকল শিশুদের মাঝে উপহার প্রদান করা হয়।
এ দিন ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির শিক্ষার্থী, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুরা এবং অন্যান্য উপস্থিত শিশুরা সক্রিয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে সুপারভাইজরি কমিটির সদস্য মানিক রোজারিও প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রুপম পিউরীফিকেশন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন স্ট্যানিসলাউস সোহেল রোজারিও ও ম্যাথিউ অভি রোজারিও।
বি-সেভার্স ও স্মার্ট সেভার্স উৎসবের শেষে বোর্ড অব ডিরেক্টর আলবার্ট আশিস বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানান।
আরবি.আরপি. ৭ এপ্রিল, ২০১৮