ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এমব্রোজ কিরণ গমেজকে সমাহিত

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এমব্রোজ কিরণ গমেজকে সমাহিত

0
443

বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করছে।

বীর মুক্তিযোদ্ধা এমব্রোজ কিরণ গমেজ (৬৪) আর নেই। গতকাল আনুমানিক সকাল ১১টায় ঢাকার নতুন বাজারের বোর্ডগাডে নিজ বাসভবনে তিনি মারা যান।

022দীর্ঘ দিন ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়েসহ অসংখ্য অাত্নীয়স্বজন রেখে গেছেন।

১২ জানুয়ারি, ২০১৭ তেজগাঁও হলি রোজারি চার্চে এমব্রোজ কিরণ গমেজের অন্ত্যেষ্টিক্রিয়া সমপন্ন হয়। এ উপলক্ষে তাঁর আত্নার চির শান্তি কামনায় খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। এরপর মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তাঁকে তেজগাঁও কবরস্থানে সমাধিস্থ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

033এমব্রোজ কিরণ গমেজ ১৯৫৩ সালে ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশ মাতৃকার টানে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দুই নং সেক্টরে, সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশারফ ও মেজর এ.টি.এম হায়দারের নেতৃত্বে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও ফরিদপুরের বিভিন্ন রণাঙ্গণে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং সার্জেন্ট পদে কর্মরত অবস্থায় অবসরে যান।

গমেজ বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও দি খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: ঢাকায় কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ খ্রিষ্টান মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটেরও সদস্য ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা জেলা প্রশাসনসহ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা, দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: ঢাকা, বাংলাদেশ খ্রিষ্টান মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি ও খ্রিষ্টিয়ান মিলিটারি ফেলোসিফ তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এসএন/আরবি/আরপি/ ১২ জানুয়ারি, ২০১৭