ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বীর মুক্তিযোদ্ধা লিবিও কির্ত্তনীয়ার চিরবিদায়

বীর মুক্তিযোদ্ধা লিবিও কির্ত্তনীয়ার চিরবিদায়

0
439
লিবিও কির্ত্তনীয়া মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের যোদ্ধা ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেন।

ডিসিনিউজ ।। ঢাকা

মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা লিবিও কির্ত্তনীয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। আজ সকালে (৩০ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। মুত্যার তিন দিন আগে থেকে তিনি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের কর্মী লীজা জুলিয়েট কির্ত্তনীয়ার বাবা।

লিবিও কির্ত্তনীয়া মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের যোদ্ধা ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেন।

তাঁর মরদেহ প্রথমে মুক্তিযোদ্ধা টাওয়ারে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে কর্মী ও কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী পুতুল কির্ত্তনীয় ও তিন সন্তান রেখে যান।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ। তাঁরা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক লিবিও কির্ত্তনীয়া আমাদের দেশের গর্ব। তিনি আমাদের অহংকার ছিলেন। তাঁদের মতো যোদ্ধাদের জন্যই আজ আমরা স্বাধীন জাতি। তিনি আমাদের খ্রিষ্টান সমাজেরও গর্ব। আজ তাঁর মহাপ্রয়ানে আমরা শোকাহত। আমরা তাঁকে অন্তরের মণিকোঠায় রাখবো। ঈশ্বর এই মহান সেবককে নিজের কাছে রাখবেন বিশ্বাস করি। সেই সাথে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর যেন তাদের শোক সইবার শক্তি দেন।’

ঢাকা ক্রেডিটের কর্মীদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও। তিনি বিদেহীর আত্মার চিরকল্যাণ কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁর মরদেহ প্রথমে মুক্তিযোদ্ধা টাওয়ারে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে কর্মী ও কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়। সেখান থেকে তাঁর নিজ বাড়ি খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাষ্ট্রীয় শ্রদ্ধায় তাঁকে সমাহিত করা হবে।

১৯৫৪ সালের ২৫ মার্চ খুলনার ফুলবাড়িতে পিতা কিরন কির্ত্তনীয়া ও মাতা কাঞ্চন কির্ত্তনীয়ার কোল জুড়ে এই মহান মুক্তিযোদ্ধার জন্ম। দেশের মাটির টানে তিনি ৭১’র স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন।