ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড ‘বী সেভার্স এন্ড স্মার্ট সেভার্স ডে ২০১৭’ পালন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

‘বী সেভার্স এন্ড স্মার্ট সেভার্স ডে ২০১৭’ পালন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
230

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত বী সেভার্স এন্ড স্মার্ট সেভার্স হিসাবধারী সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ২০ মে, ২০১৭ খ্রিস্টাব্দ, রোজ- শনিবার বিকাল ৫:০০ ঘটিকায়, সমিতির মনিপুরীপাড়া সেবাকেন্দ্র (৮৮/৫, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫) ভবনে সমিতির পক্ষ থেকে ‘বী সেভার্স এন্ড স্মার্ট সেভার্স ডে ২০১৭’ পালন করা হবে। এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ২০১৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি বী সেভার্স ও স্মার্ট সেভার্সদের সম্মাননা প্রদান করা হবে।
এখানে উল্লেখ্য যে, আগামী ১১ মে, ২০১৭ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে কৃতি বী সেভার্স ও স্মার্ট সেভার্সদের সমিতির প্রধান কার্যালয়ের রিসিপশন ডেস্ক অথবা নিকটস্থ সেবাকেন্দ্রের ম্যানেজার বা ইনচার্জ-এর নিকট প্রগ্রেস রিপোর্ট (রিপোর্ট কার্ড) সহ নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জমা দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকল বী সেভার্স ও স্মার্ট সেভার্সদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

 

 

Pankaj Gilbert costa Signature of Secretary

 

পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।