শিরোনাম :
বেইজলাইন সার্ভের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সার্টিফিকেট প্রদান
ডিসিনিউজ ।। ঢাকা
সার্টিফিকেট প্রদান করা হলো ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন কর্তৃক বেইজলাইন সার্ভের সুপারভাইজর ও তথ্য সংগ্রহকারীদের।
১৭ সেপ্টেম্বর, ফাউন্ডেশনের চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা ও উপস্থিত অতিথিবৃন্দরা এই সার্টিফিকেট তুলে দেন।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি লিটন টমাস রোজারিও, নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, রতন পিটার কোড়াইয়া, পাপিয়া রিবেরুসহ আরো অনেকে।
এ দিন সার্ভের অংশ হিসেবে ভোকাস গ্রæপ ডিসকাশনের প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন এবং সার্ভের কনসালটেন্ট নিখিল চন্দ্র রয়।
অনুষ্ঠানের সুপারভাইজর ও তথ্য সংগ্রহকারীগণ মাঠ পর্যায় কাজের অনুভূতি প্রকাশ করেন।