ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ “বেসরকারী ১৮ ভার্সিটির সনদ অবৈধ ঘোষণা” বিষয়ক নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংবাদ...

“বেসরকারী ১৮ ভার্সিটির সনদ অবৈধ ঘোষণা” বিষয়ক নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তি

0
2010

২০ নভেম্বর, ২০১৬ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর অবস্থান ব্যাখ্যা বিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তি আমাদের নিকট প্রেরণ করা হলো। জনস্বার্থে উক্ত বিজ্ঞপ্তি হুবহু প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে ডিসিনিউজ কোনো প্রকার দায়ভার নিবে না।

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর অবস্থান ব্যাখ্যা

অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে।

বিগত ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার, বিডিনিউজের বরাত দিয়ে কতিপয় পত্রপত্রিকায় “বেসরকারী ১৮ ভার্সিটির সনদ অবৈধ ঘোষণা” সংবাদটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত ১৮টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নটর ডেম বিশ্ববিদ্যালয়এর নামও অন্তর্ভুক্ত রয়েছে। সকলের অবগতির জন্য নিচে কিছু তথ্য তুলে ধরা হলো:

১। বাংলাদেশ সরকার ও ইউজিসির অনুমোদন (স্মারক নং-শিম/শাঃ ১৭/১০ এম-০৮/২০১১/৩২৩, তারিখ: ২৯ এপ্রিল ২০১৩) পাওয়ার পর বিগত ৪ ডিসেম্বর ২০১৪ তারিখে আনুষ্ঠানিকভাবে নি¤œবর্ণিত তফসিলভুক্ত ১.২০ জমিতে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত পূর্ণ দু’বছরও শিক্ষাকার্যক্রম সম্পন্ন হয় নি। সুতরাং কোনো ধরনের সনদ ইস্যু করার প্রশ্ন ওঠে না।

২। বিগত ৫ মে ২০১৪ তারিখে মহামান্য রাষ্ট্রপতি (চ্যান্সেলর) কর্তৃক নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর কোষাধ্যক্ষ হিসেবে ফাদার যোসেফ এস পিশোতো-কে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছরের জন্য নিয়োগ দান করা হয় (স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৮.১১.০০৮.১৩-২৮২)।

৩। বিগত ৮ জুন ২০১৪ তারিখে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভিসি নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট তিন সদস্যবিশিষ্ট একটি প্যানেল প্রস্তাব আকারে প্রেরণ করা হয়েছে (স্মারক নং: ০০০৩৩/এনডিইউবি/ এডু.মিন/ভিসি/ ২০১৪/১৪)। বিষয়টি প্রক্রিয়াধীন।

৪। দু’সপ্তাহ আগে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্টএর চেয়ারম্যান, ফাদার জেমস ক্রুশ, সিএসসি, রেজিষ্ট্রার ফাদার আদম পেরেরা, সিএসসি, এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ফাদার ফ্রাঙ্ক কুইনলিভ্যান সিএসসি ইউজিসির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানএর সাথে দেখা করে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ-সংক্রান্ত বিষয় আলাপ করে তাঁকে জানিয়েছেন যে, নির্ধারিত সময়ে ভিসি নিয়োগের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। সুতরাং এর জন্য কিছুটা সময় বর্ধিত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

৫। বিশেষভাবে উল্লেখ্য যে, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর স্থায়ী ভবন নির্মাণের প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং বিগত ১৭/০৯/২০১৬ তারিখে স্থায়ী ভবনের নকশা প্রস্তুতির জন্যে বুয়েটের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি।
তফসিল

জেলা – ঢাকা, থানা – সাবেক রমনা, হালে মতিঝিল, সাবরেজিষ্ট্রি অফিস – সূত্রাপুর যাহার জে এল এস এ -১১, আর এস, ৫, মহানগর – ৪, মৌজা : পুরানা পল্টন লাইনস্থিত। খতিয়ান নং : এস এ – ৪৯৬, আর এস – ৪৭৮, ঢাকা সিটি জরিপ – ৮ নং খতিয়ানভুক্ত। দাগ নম্বর সি এস – ১৬৫, ১৬৬, ১৬৭, এস এ ৫৭৯, ৬২৫, ৬২৬, ৬২৭, আর এস ৩০৭৯ মহানগর – ১৭০৫ নং দাগে ৫,৪৬২০ একর এবং মহানগর ১৯০২ নং দাগে ডাক্তারখানা হালে ভিটি ১,৯৯৮০ একর – একুনে ৭.৪৬ একর ভূমির কাতে ১.২০ একর ভূমি বটে।

প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি’
উপাচার্য (ভারপ্রাপ্ত)।

আরবি/আরপি/আরএসআর/এনএম

২০ নভেম্বর, ২০১৬