ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বৈশাখের বৃষ্টি যখন আশির্বাদ

বৈশাখের বৃষ্টি যখন আশির্বাদ

0
350
ছবি : ইন্টারনেট

বৃষ্টি কখনো আশির্বাদ। আবার কখনো অভিশাপ। বৈশাখের তাপদাহের পর স্বস্তির সেই বৃষ্টিই যেন পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানার কৃষকদের এনে দিয়েছে হাসি।

কয়েক দিনের টানা বৃষ্টিতে পাবনার মাঠের ফসলে নিয়ে এসেছে নতুন সজীবতা। প্রচণ্ড গরমে মাঠের ধান, পাট, তিল বেড়ে উঠতে পারছিল না। বিভিন্ন ধরণের সবজিরও একই অবস্থা ছিল। কিন্তু বৈশাখী বৃষ্টি এসব ফসলে ফিরিয়ে দিয়েছে নতুন প্রাণ।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে শুধু পাবনার ফৈলজানায় প্রায় এক হাজার একর জমিতে ধান, পাট, তিল চাষ হয়। টানা দুই মাস বৃষ্টি না হওয়াতে গভীর নলকূপের পানি দিয়ে  জমিতে সেচ দেয় কৃষকরা। চৈতালী হালকা বৃষ্টিতে এসব ফসলে সজীবতা ফিরে আসে। কিন্তু বৈশাখে হঠাৎ ভারী টানা বর্ষণে এখন মাঠ-ঘাট সবুজের সমারোহে ভরে উঠেছে। তাই বৈশাখী এই বৃষ্টিকে আশির্বাদ হিসেবে দেখছেন কৃষকরা।

এসব বিষয় সরজমিনে ঘুরে কয়েকজন কৃষকের সাথে কথা হয়। মো. মনসুর উদ্দিন ডিসি নিউজকে বলেন, অনেকদিন পর বৃষ্টি হওয়াতে মাঠে ফসলের জন্য ভালো হয়েছে। যেসব জমিতে পাটের চারা বের হয়নি সেগুলোর চারা বের হয়েছে। জমিতে পানি জমে নাই। আব্দুর রহমান ৮ বিঘা পাট চাষ করেছেন। কথা হয় তার সাথে। তিনি ডিসি নিউজকে বলেন, বৃষ্টি হইছে ভালো হইছে। এখন পাটের চারা বের হবে। তবে যদি এভাবে ভারী বৃষ্টি হয় তাহলে ক্ষতি হইতে পারে।

এদিকে ভারী বৃষ্টির কারণে হাওর অঞ্চলগুলোর ফসলী জমি এবং ধানী জমিগুলো পানির নিচে চলে গেছে। বৃষ্টির পানির চাপে হাওর অঞ্চলের বাধগুলো ভেঙ্গে তলিয়ে দিয়েছে কৃষি জমিগুলো। ফলে কৃষকদের দুর্ দশা এখন চরমে।

আরবি/আরপি/ ২৬ এপ্রিল, ২০১৭