ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বোর্ণী ধর্মপল্লীতে শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

বোর্ণী ধর্মপল্লীতে শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

0
356
বোর্ণী ধর্মপল্লীতে শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

|| কামনা কস্তা, ডিসি নিউজ, পাবনা ||

‘যিশুতে শিশুর আনন্দ’ মূলসুরে বোর্ণী মিশনে অনুষ্ঠিত হলো শিশু সমাবেশ ও প্রতিযোগিতা অনুষ্ঠান।

২৮ জুলাই, বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার ৭টি ধর্মপল্লীর শিশুদের নিয়ে এ শিশু সমাবেশ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিএমএস (বিশ্বাস বিস্তার সংস্থা) বাংলাদেশ-এর প্রাক্তন পরিচালক ও মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত দিলীপ এস. কস্তার অর্পিত খ্রিষ্টযাগের মধ্য দিয়ে উক্ত সমাবেশ প্রারম্ভিক কর্মসূচি শুরু হয়।

খ্রিষ্টযাগের পর শিশু ও পরিচালকদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে মিশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শিশুদের অংশগ্রহণে প্রার্থনা বলা, ধর্মীয় গানের নৃত্য, গান, বাইবেলের কাহিনি অবলম্বনে অভিনয় ও বাইবেল কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে ফাদার দিলীপ এস কস্তা বলেন, ‘আমরা যেন সব সময় যিশুকে আমাদের সামনে রাখি। যিশুকে নিয়েই যেন আমরা আনন্দ করতে পারি। যেন সবসময় যিশুর ভালোবাসায় বেড়ে উঠি ও ভালোবাসি।’

অনুষ্ঠানে ৭টি ধর্মপল্লী থেকে শিশু ও এনিমেটরসহ ৩৭৬ জন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

অনলাইনে কাজ শিখিয়ে ৩০০ জনের বেকারত্ব দূর করেছেন সুবীর নকরেক

ডেঙ্গু ও গুজব মোকাবেলায় ১৪ দলের গোলটেবিল আলোচনা

গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলাকারীদের বিরুদ্ধে চার্চশিট দাখিল