ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ব্রিটেনের ম্যানচেস্টার এরিনাতে হামলা

ব্রিটেনের ম্যানচেস্টার এরিনাতে হামলা

0
380
ছবি : সিএনএ নিউজ

ব্রিটেনের ম্যানচেস্টার এরিনাতে প্রাণঘাতী হামলা ঘটেছে। এতে অনেক হতাহত এবং নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রিটেনের পুলিশ ম্যানচেস্টার এরিনাতে সোমবারের হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেই মনে করছে। যদিও এ ঘটনায় এখনো কোন গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়নি। তবে পুরো শহরজুড়ে ব্যাপক সংখ্যায় পুলিশ অবস্থান নিয়েছে এবং নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ সাধারন জনগণকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন।

তবে এটা যে সন্ত্রাসী হামলা তা যদি নিশ্চিত হওয়া যায়, তবে এটা হবে ব্রিটেনে ২০০৫ সালের লন্ডন বোমা হামলার পর ঘটা সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলা। সেভেন/সেভেন ব্লাস্ট হিসেবে পরিচিত ২০০৫ সালের জুলাই মাসের ওই বোমা হামলায় ৫৬ জন নিহত হয়েছিলেন।

ম্যানচেস্টারে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষ হতে না হতেই বিস্ফোরণটি ঘটে । এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। আর আহতের সংখ্যা পৌঁছেছে ৫৯ জনে।।

দুই বছরের বেশি সময় ধরে ব্রিটেনে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা “তীব্র” পর্যায়ে রয়েছে । এর মানে যে কোন সময় হামলার ঘটনা ঘটতে পারে।

 

আরবি/আরপি/২৩ মে, ২০১৭