ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বড়দিন ও থার্টিফাস্ট নাইটে কঠোর নিরাপত্তা

বড়দিন ও থার্টিফাস্ট নাইটে কঠোর নিরাপত্তা

0
404

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র পুরো দেশ কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদ্দুজামান খান কামাল এমপি।

১৯ ডিসেম্বর, বিকালে বড়দিন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করে। এসময় সেনাবাহিনী প্রধান, ডিএমপি পুলিশ কমিশনার, এসবির প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান, সিভিল সার্জনের প্রধান, ফায়ার সার্ভিসের প্রধান, ট্রাফিক পুলিশ প্রধানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের মিটিং রুমে বাংলাদেশের খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং-এর নেতৃত্বে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পংকজ গিলবার্ট কস্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ সারা দেশে বড়দিন এবং থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকা শহরে ৬২টি গির্জা রয়েছে। বড়দিন উপলক্ষে নাশকতা ঠেকাতে সরকারের পক্ষ থেকে সবধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই লক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

02এছাড়া থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন ফোকাল পয়েন্টগুলো নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে।

থার্টিফাস্ট নাইট উপলক্ষে সন্ধ্যা ৬টার পর শহরের যেকোনো উন্মুক্ত স্থানে কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন বা জনসমাগম করা যাবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের পক্ষ থেকে সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের আগাম শুভেচ্ছা জানান এবং নেতৃবৃন্দের সাথে কেক কেটে বড়দিনের আনন্দ সহভাগিতা করেন।

এসএন/আরবি/ ১৯ ডিসেম্বর, ২০১৬