শিরোনাম :
বড়দিন মানুষকে নম্র হতে ও ভালবাসতে শেখায় : উপাচার্য বিঞ্জামিন কস্তা
নটর ডেম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি বলেন, বড়দিন মানুষকে নম্র হতে শেখায়, ভালবাসতে শেখায়। শিশু যিশু দীন বেশে গোশালায় জন্ম নিয়েছেন, যাতে মানুষ তাঁকে সরল মনে গ্রহণ করতে পারে।
সোমবার সকাল ১১টায় তেজগাঁও কলেজ খ্রিষ্টান ছাত্র সংঘ আয়োজিত প্রাক্-বড়দিন উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানব ধর্ম হচ্ছে মৌলিক ধর্ম। ‘বড়দিনের তাৎপর্য আমাদের আলোতে নিয়ে আসে। আর যিশুর জন্মের মধ্য দিয়ে আমরা সরল, নম্র হয়ে মানুষকে ভালবাসতে শিখি। আর সেই সরলতা যখন চরিত্রে, ব্যক্তিত্বে ছড়িয়ে পড়ে, তখন পৃথিবীটা সুন্দর হয়।’
তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হারুন-অর রশীদ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কমিশনার ফরিদুর রহমান খান (ইরান), তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা এবং তেজগাঁও খ্রিষ্টান ছাত্র সংঘের ক্লাব মডারেটর হ্যাপী ফ্লোরিয়া বাওয়ার প্রমুখ।
অধ্যক্ষ প্রফেসর আবদুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। এই উন্নয়নের মহাযজ্ঞ অব্যাহত রাখতে আগামী দিনে সৎ রাজনীতিবিদ লাগবে, ভাল রাষ্ট্রনায়ক লাগবে।’ উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অপসংস্কৃতি থেকে বের হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ পরে তিনি তেজগাঁও কলেজ খ্রিষ্টান ছাত্র সংঘকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বাবু মার্কুজ গমেজ তাঁর বক্তব্যে বলেন, ‘এদেশের শিক্ষা, চিকিৎসা ও সমবায় আন্দোলনে খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘পড়াশোনার পাশাপাশি অনেক কিছু জানতে হবে, দক্ষতা বাড়াতে হবে। এজন্য সংগঠন দরকার। বর্তমানে তরুণদের নিয়ে আমাদের ভাবতে হবে। তাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন দেখতে হবে। এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের ভাল কাজের সাথে আমরা সবসময় আছি এবং আগামীতেও থাকবো।’
পরে কলেজের অধ্যক্ষ আমন্ত্রিত অতিথিদের নিয়ে ক্রিস্টমাস কেক কাটেন এবং সংঘের বার্ষিক মুখপত্র ‘জ্যোতি’র মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য, তেজগাঁও কলেজের খ্রিষ্টান ছাত্রছাত্রীদের মাঝে সেতুবন্ধন তৈরি, মেধার বিকাশ, সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণ, অসাম্প্রদায়িক, মানবিক এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ২০১৬ সালে তেজগাঁও খ্রিষ্টান ছাত্র সংঘের যাত্রা শুরু হয়।
আরবি/আরপি/এসএন/১২ ডিসেম্বর, ২০১৬