শিরোনাম :
বড়দিন হলো সর্বজনীন উৎসব
‘সব ধর্মের মানুষের সাথে বড়দিনের আনন্দ সহভাগিতা করতে পারলে বড়দিনের তাৎপর্য অর্থবহ হয়ে ওঠে’ মন্তব্য করেন বক্তারা। শনিবার, বিকাল ৩টায়, জগনাথ হল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠনের উদ্যোগে প্রাক্-বড়দিন পালন করা হয়।
এ সময় বক্তরা বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সমগ্র বাংলাদেশের জন্য কাজ করতে চাই, নির্মাণ করতে চাই আধুনিক বাংলাদেশ, যেখানে সমান মর্যাদা ও অধিকার নিয়ে সবাই বসবাস করবে।
রাসেল দিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগনাথ হলের প্রভোষ্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড: অসীম কুমার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বিশ্বধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’রোজারিও, জগনাথ হলের আবাসিক শিক্ষক প্রফেসর ড. বিমান চট্ট বড়ুয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পংকজ গিলবার্ট কস্তা, দৈনিক জনকন্ঠের সিনিয়র প্রতিবেদক নিখিল মানখিন, মার্টিন লুথার কলেজের প্রভাষক অমল এঞ্জেলো রোজারিওসহ আরো অনেকে।
পারষ্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বড়েিদর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খ্রীষ্টান ছাত্র সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং অংশগ্রহণকারীরা বড়দিনের কেক কাটেন।
আরবি/আরপি/এসএন/১০ ডিসেম্বর, ২০১৬