শিরোনাম :
ভাটারা কোয়াজি ধর্মপল্লীর উদ্বোধন
ডিসিনিউজ:
আজ ঢাকার সাঈদনগরে ভাটারা কোয়াজি ধর্মপল্লীর উদ্বোধন হয়েছে। ফিতা কেটে ধর্মপল্লীর উদ্বোধন করেছেন পুণ্য পিতা পোপের ঢাকাস্থ প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরি। তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি, উল্লেখযোগ্য সংখ্যাক ফাদার-ব্রাদার-সিস্টার ও প্রায় পাঁচ শতাধিক খ্রিষ্টভক্ত।
এই ধর্মপল্লীর আধীনে রয়েছে নদ্দা, কালাচাঁদপুর, বাড্ডা, নতুন বাজার, গুলশান, বনানী, কুড়িল, চালাবন, খিলক্ষেত ও দলিপাড়া। আগে এটি তেজগাঁও কাথলিক ধর্মপল্লীর সাব-সেন্টার নয়ানগর ডি মাজেন্ড কাথলিক গির্জার অধিনে ছিলো। বলা হচ্ছে এটি (ভাটারা) হচ্ছে ঢাকা শহরের কাথলিক বিশ্বাসীদের জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মপল্লী। এখানে প্রায় সাত হাজার খ্রিষ্টভক্ত রয়েছেন।
উপদেশবাণীতে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বলেন, আমরা এই এলাকায় বিশ্বাসের সাক্ষ্য দিবো। যারা দীক্ষিত, তারা প্রেরিত। আপনারা সকলে মিশনারী। আজ এই কোয়াজি ধর্মপল্লী প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকলে ঈশ্বরের আশির্বাদ লাভ করেছি। এই গির্জার নাম ঐশ করুণা গীর্জা।
কার্ডিনাল প্যাট্রিক অবলেট ফাদারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, অবলেট ফাদারগণ পালকীয় কাজের মাধ্যমে এই এলাকায় ৪০ বছর সেবা দিয়েছেন। তাদের কৃতজ্ঞতা জানাই। এ ছাড়া এই অঞ্চলে ব্লু সিস্টার, আওয়ার লেডি অব সরোজ সিস্টার, টুর ফাদারগণও সেবা দিয়ে যাচ্ছেন।
নতুনবাজারের সন্নিকটে সাঈদনগরে অবস্থিত ঐশ করুণা গীর্জার আশে পাশে রয়েছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর বরাদ্দকৃত অনেক প্লট। গির্জার জমিটিও কেনা হয়েছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর নিকট হতে। এই এলাকায় বেশ কিছু খ্রিষ্টভক্ত আগে থেকেই বসবাস করতেন। এখন গির্জা প্রতিষ্ঠা হওয়াতে জনবসতি আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন ধর্মপল্লী ঘোষণা হওয়াতে খুশি হয়েছেন এই এলাকার খ্রিষ্টভক্তরা। সুহেলি সাংমা এসেছিলেন কুড়িল থেকে। তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমরা নতুন ধর্মপল্লী পেয়ে খুব খুশি। ঈশ্বর আমাদের আশির্বাদ করবেন।’
নতুন ধর্মপল্লীর পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব নিয়েছেন ফাদার ব্রায়েন সি. গমেজ। তিনি জানান, ভাটারার নতুন গির্জায় প্রতি রবিবারে সকাল ৬:১৫ মিনিটে এবং সন্ধ্যা ৬টায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হবে। এছাড়া প্রতিদিন ভোর ৬:১৫ মিনিটে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হবে।
ফাদার ব্রায়েন যারা গির্জা নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, নয়ানগর ডি মাজেন্ড কাথলিক গির্জায় প্রতি রবিবার বিকাল ৪টায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হবে।