শিরোনাম :
ভাদুনে অনুষ্ঠিত হলো যুব সেমিনার
ডিসিনিউজ ।। ঢাকা
ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ও ভাদুন মিশন যুব সংঘের আয়োজনে গাজীপুর জেলার ভাদুনে পবিত্র ক্রুশ সেন্টারে অনুষ্ঠিত হলো যুব সেমিনার। সহযোগিতায় ছিল ঢাকা ক্রেডিট।
২৬ মার্চ, ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করি’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত এই সেমিনারে ৮৬ জন যুবক-যুবতী অংশ নেয়।
সেমিনারে মূল্যবোধ- ফাদার জেমস ক্রুশ সিএসসি, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক- ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও, পেশা নির্বাচন- সিডিআই ফ্যাকাল্টি মেম্বার অর্পা কুজুর বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এ দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি লিটন টমাস রোজারিও, ট্রেজারার আলবার্ট আশিস বিশ্বাস, সদস্য ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও রতন পিটার কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও উপস্থিত ছিলেন। এ সময় তারা যুবাদের জীবনের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সেমিনারের শুরুতে যুবাদের বরণ, খ্রিষ্টযাগে অংশগ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন ও শুভ উদ্বোধন, দলীয় কাজ এবং শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কর্মী জেকসন রোজারিও।