ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভারতের ওয়াইএমসিএ’র প্রতিনিধি দলের বাংলাদেশ সফর

ভারতের ওয়াইএমসিএ’র প্রতিনিধি দলের বাংলাদেশ সফর

0
381

প্রতিবেশি দেশ ভারত থেকে বাংলাদেশ সফরে এলো ভারত ওয়াইএমসিএ থেকে বিভিন্ন পর্যায়ের চার জনের একটি প্রতিনিধি দল। গতকাল (বৃহস্পতিবার) সকাল নয়টার সময় এশিয়া প্যাসিফিক এয়ালেন্স অব ওয়াইএমসিএস’র প্রেসিডেন্ট এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সাথে তারা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

বৃহস্পতিবার সকাল নয়টায় প্রেসিডেন্ট গমেজের সাথে ড. লেবি ফিলিপ মেথিও, প্রেসিডেন্ট অব ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়া, রাভিরাজ সাথিয়াপাল সেটিয়ান, ওনারারী ট্রেজারার অব ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়া, কুমারী কুরিয়াকোসি, চেয়ারপারসন অব ন্যাশনাল উইমেন ফোরাম এন্ড মেম্বার অব ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি অব ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়া, রাজা প্রতাব মণি কুমার চল্লাপল্লি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অব ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসেন। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট গমেজের স্ত্রী মার্সিয়া মিলি গমেজ, ঢাকা ন্যাশনাল ওয়াইএমসিএ’র ন্যাশনাল প্রেসিডেন্ট নিপুন সাংমাসহ আরো অনেক নেতৃবৃন্দ।

03বেলা সাড়ে ১১টায় সফরকারী দল ঢাকার কাকরাইলের ওয়াইএরসিএ’র কনফারেন্স হলে মতবিনিময় সভায় অংশ নেয়। এ সময় তাদের সাথে প্রেসিডেন্ট গমেজসহ বাংলাদেশ ওয়াইএমসিএ’র বিভিন্ন অঞ্চলের প্রেসিডেন্ট এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সফরকারী দল এবং বাংলাদেশ ওয়াইএমসিএ’র নেতৃবৃন্দরা পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং দুই দেশে সংগঠনের সহযোগিতা আরো জোরদার হবে বলে উল্লেখ করেন।

বিকাল ৫টায় সফরকারী দল বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন ‘ঢাকা ক্রেডিট’ পরিদর্শনে আসেন। এ সময় ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শিরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজসহ ক্রেডিটের অন্যান্য কর্মকর্তারা সফরকারী দলকে অভ্যর্থনা জানান।

সফরকারী দল ঢাকা ক্রেডিটের বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে কার্যক্রমের ধারাবাহিকতা ও আধুনিকতা দেখে প্রশংসা করেন।

পরিদর্শন শেষে সফরকারী দল ঢাকা ক্রেডিটের সভাকক্ষে ঢাকা ক্রেডিটের কার্যকরি পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা ক্রেডিটের সেক্রেটারি কস্তা সফরকারীদের ঢাকা ক্রেডিট এবং এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ও ঢাকা ক্রেডিটের উপর নির্মিত একটি ছোট ডকুমেন্টারী ফ্লিম প্রদর্শন করেন।

সফরকারী দল ঢাকা ক্রেডিটের কার্যক্রম এবং এর ধারাবাহিক উন্নয়ন দেশে ভূয়সী প্রশংসা করে বলেন, ঢাকা ক্রেডিট নিঃসন্দেহে একটি অনেক বড় প্রতিষ্ঠান। ঢাকা ক্রেডিট পরিচালনাকারীগণ দক্ষতারসাথে ক্রেডিটকে উন্নয়নের উচ্চতায় নিয়ে যাচ্ছে। তারা বর্তমান প্রেসিডেন্ট গমেজের কার্যক্রম এবং দূরদর্শিতার স্বাক্ষর দেখে আগামীতেও তিনি ঢাকা ক্রেডিটের পরিচালনায় থাকবেন বলে আশা প্রকাশ করেন।

02একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ন্যাশনাল ওয়াইএমসি’র আয়োজনে সফরকারী দলের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দেশের আঞ্চলিক ওয়াইএমসিএ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, বিভিন্ন সংগঠন, চার্চ নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতিকানের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী। আরো উপস্থিত ছিলেন- এশিয়া প্যাসিফিক এয়ালেন্স অব ওয়াইএমসিএস’র প্রেসিডেন্ট এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজে, এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি কস্তা, ভাইস-প্রেসিডেন্ট শিরেন সিলভেস্টার, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমন্ত আই. কোড়াইয়া, হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তাসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সফরকারী দল ওয়াইএমসিএ ভারতের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা বাংলাদেশের ওয়াইএমসিএ’র কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রশংসার সাথে বলেন, বাংলাদেশ ওয়াইএমসিএ সব সময়ই প্রশংসার সাথে কাজ করে যায়। বিগত সময়ের মতো এখনো বাংলাদেশ ওয়াইএমসিএ অনেক প্রশংসার দাবিদার। যে কারণে এশিয়া প্যাসিফিক এয়ালেন্স অব ওয়াইএমসিএস’র প্রেসিডেন্ট এখন বাংলাদেশের। তারা বলেন, প্রেসিডেন্ট গমেজ যেমন একজন বিচক্ষণ ব্যক্তি, তেমনি একজন ভাল মানুষ। তিনি ভবিষ্যতে ওয়াইএমসিএস’র ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে নেতৃত্ব দিবেন বলে তারা আশা প্রকাশ করছেন।

01প্রধান অতিথি আর্চবিশপ কোচেরী বাংলাদেশে সাধারণ খ্রিষ্টভক্তদের এই অসামান্য অবদান এবং নেতৃত্ব দেখে গর্ব অনুভব করেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি বিভিন্ন কারণে ব্যস্ত থাকলেও ঢাকা ক্রেডিট অথবা খ্রিষ্টমন্ডলির যেকোনো অনুষ্ঠানে আসতে পারাতে গর্ববোধ করি।’

ঢাকা ক্রেডিট যেমন উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে, তেমনি এর পরিচালনায় যারা রয়েছেন তারাও প্রজ্ঞাবান। আজকে ভারত থেকে যারা বাংলাদেশকে ভালবেসে এসেছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমিও ভারতেরে কেরেলার বাসিন্দা। কিন্তু আমি আমার দায়িত্বের জন্য বাংলাদেশের মানুষ। তাই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আলোচনা সভায় বক্তরা দুই দেশের ওয়াইএমসিএ’র কার্যক্রম আরো সূদৃঢ় এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ হবে বলে উল্লেখ করেন। তারা দুই দেশের সংগঠনের মধ্যে সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।

জানা গেছে সফরকারী দল দুই দিন বাংলাদেশে অবস্থান করবে এবং বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

আরবি/আরপি/২৮ এপ্রিল, ২০১৭