ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভারতের মনিপুরে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছে...

ভারতের মনিপুরে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন

0
162

ডিসিনিউজ।।ঢাকা
ভারতের উত্তর-পূর্বঞ্চালীয় রাজ্য মনিপুরে অব্যাহত জাতিগত দাঙ্গায় প্রাণহানি, ঘরবাড়ি, গির্জা, মন্দির আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও এবং মহাসচিব মিঃ হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন।

তাঁরা বলেছেন, এই ঘটনা ধর্মনিরপেক্ষ ভারতের ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের সাথে কোনভাবেই যায় না। এই যুগে ধর্মীয় ও জাতিগত সংঘাত নিতান্তই বেমানান। আবিলম্বে এ ধরণের ন্যাক্কারজনক, অমানবিক এবং হিংসাশ্রয়ী কার্যকলাপ বন্ধের আহবান জানাচ্ছি আমরা। ভারত সরকারকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নিয়ে, জাতি-গোষ্ঠিগুলোর মধ্যে সহবস্থান ও আস্থা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। একই সাথে ক্ষতিগ্রস্থ ব্যক্তি, পরিবার, সংস্থা ও সংগঠনগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গত দুই মাস ধরে চলা এই দাঙ্গায় এ পর্যন্ত ১২০ জনেরও বেশি ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ১ হাজার ৭০০ এর বেশি ঘরবাড়ি, ২৫০টি গির্জা, বেশ কিছু মন্দির আক্রান্ত হয়েছে। ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।