শিরোনাম :
ভারতে করোনায় চারদিনে ১৪ জন ফাদারের মৃত্যু
ডিসিনিউজ ডেক্স:
করোনাভাইরাসের মহামারিতে ২০ থেকে ২৩ এপ্রিলের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশের কমপক্ষে ১৪ জন ক্যাথলিক পুরোহিত বা ফাদার মারা গেছেন।
দেশটিতে এপ্রিল মাসে করোনায় ২০ জনের বেশি ফাদার মারা গেছেন যা বিগত কয়েক মাসে করোনায় ফাদারদের মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। ভারতে ৩০ হাজারের বেশি ক্যাথলিক পুরোহিত আছেন।
করোনায় মারা যাওয়া সর্বশেষ পরোহিত হলেন মহারাষ্ট্রের নাগপুর মহাধর্মপ্রদেশের ফাদার লিজো টমাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। (ম্যাটারস ইন্ডিয়া)