ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টসহ বিভিন্ন মহলের প্রতিবাদ ও মানববন্ধন

ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টসহ বিভিন্ন মহলের প্রতিবাদ ও মানববন্ধন

0
290

ঢাকা সুপ্রিম কোর্টের গ্রীক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সভাপতি মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক নিশাত জাহান, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের আহবায়ক হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন হোসেন।

এসয় মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মিথুন চক্রবর্তী।

বক্তরা বলেন, সরকার  মৌলবাদীদের দাবি মেনে নিয়েছে। তারা যে দাবী করছে সরকার তাদের দাবী মেনে নিচ্ছে। সরকার একটি ভোটের আশায় তাদের সাথে হাত মিলিয়েছে। সত্যিকারের মূর্তি আর ভাষ্কর্য কি তা তারা জানেনা। ছাত্রফ্রন্ট দাবি করেন অচিরে ভাস্কর্য যেখানে ছিলো সেখানে পূর্ন স্থাপনের।

এছাড়াও প্রগতিশীল এবং সংখ্যালঘুরাও মৌলবাদের দাবি মেনে ভাস্কর্য অপসারনের বিষয়টিকে হুমকি হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সরকার একের পর এক হেফাজতসহ মৌল্যবাদিদের অযৌতিক দাবিগুলো মেনে নিলে, এভাবে অন্যান্য অন্যায় দাবিগুলো মেনে নিতে হবে। যদিও হেফাজতের শীর্ষ নেতারা অন্যান্য ভাস্কর্যও অপসারণের দাবি করবে কিনা জানতে চাইলে বিভিন্ন গণমাধ্যমের কাছে এই প্রশ্ন পাশ কাটিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ মে, মধ্য রাতে হেফাজতের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের আলোচিত লেডি জাস্টিস ভাস্কর্যটি অপসারন করা হয়।

রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে একটি ভাস্কর্য কয়েক মাস আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়।

এরপর থেকে হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন তার বিরোধিতায় নামে। হেফাজত এই ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে সরকারকে ৫ মে মতিঝিলে ফের সমাবেশের হুমকি দেয়। ওলামা লীগও তা অপসারণের দাবি জানায়।

গত ১১ এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন এক দল ওলামার সঙ্গে গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

রোজা শুরুর আগে এই ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছিল ইসলামী সংগঠনগুলো।

আরবি/আরপি/২৮ মে, ২০১৭