ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভাসানিয়ায় ভেলেঙ্কিনী মা-মারিয়ার তীর্থোৎসব পালন

ভাসানিয়ায় ভেলেঙ্কিনী মা-মারিয়ার তীর্থোৎসব পালন

0
377

ডিসিনিউজ ।। ঢাকা

মঠবাড়ীর ভাসানিয়াতে পালন করা হলো ভেলেঙ্কিনী মা-মারিয়ার ২২তম তীর্থোৎসব।

১৫ সেপ্টেম্বর, কালীগঞ্জের মঠবাড়ী ধর্মপল্লীর ভাসানিয়া গ্রামের খ্রিষ্টভক্তরা এই তীর্থোৎসবের আয়োজন করেন। দীর্ঘ ২২ বছর ধরে ভাসানিয়াবাসী এই তীর্থের আয়োজন করে আসছে। তীর্থোৎসবের খ্রিষ্টযাগ অর্পন করেন ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ সিএসসি। এ ছাড়াও মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও ও ফাদার টমাস গমেজ খ্রিষ্টযাগে সহযোগিতা করেন।

সকাল ১০টায় পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। এতে মঠবাড়ীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভেলেঙ্কিনী মা-মারিয়া বিশ্বাসীরা যোগদান করে প্রার্থনা, মানতপূরণ এবং নতুন করে মানত রাখেন। খ্রিষ্টযাগের পর স্থানীয় খ্রিষ্টভক্তদের অংশগ্রহণে দেয়ালিকা উন্মোচন করেন ফাদার এবং অতিথিগণ। এ দিন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর মনিকা গমেজ উপস্থিত ছিলেন।