শিরোনাম :
ভুরুলিয়া প্রগতি সংঘের আয়োজনে ইস্টার সানডে পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন
জেফরী কার্ডোজা
২৫ বছরের ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে প্রতি বছরের ন্যায় এবারও ভুরুলিয়া প্রগতি সংঘ আয়োজন করে ইস্টার সানডে পুনর্মিলনী ও পহেলা বৈশাখ-১৪২৫।
গাজীপুর জেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া গ্রামে এই মেলার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই মেলা ১৩ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত চলে।
মেলার আকর্ষণ ধরে রাখতে পাশাপাশি আয়োজন করা হয় ২ দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট- বড় সকল বয়সের ছেলেমেয়েরাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মেলায় শিশুদের ঐতিহ্যবাহী খেলনাসামগ্রী, খাবার, নিমকি, সন্দেশসহ অনেক ধরনের খাবার ও পণ্যসামগ্রীর সমাবেশ দেখায়।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস প্রেসিডেন্ট শিরেন সিলভেষ্টার গমেজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভুরুলিয়া প্রগতি সংঘের সভাপতি অর্ণব ক্রুশ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান প্রদীপ গমেজ, ভাইস চেয়ারম্যান ফিলিপ গমেজ ও ডিরেক্টর কেনেট ক্রুশসহ প্রগতি সংঘের প্রাক্তন সভাপতিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-প্রেসিডেন্ট শিরেন সিলভেষ্টার গমেজ প্রগতি সংঘকে ধন্যবাদ দেন এলাকার ও সংঘের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। এ সময় তিনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোর কুপ্রভাব নিয়ে আলোচনা করেন এবং বাবা-মাকে আরও সচেতন হতে বলেন। তিনি আরও বলেন, ‘ প্রগতি মানেই এগিয়ে যাওয়া । প্রগতি মানেই শান্তি।’ তিনি যুবকদের আশ্বাস দেন ভবিষ্যতে এই ধরনের সুন্দর আয়োজনে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সবসময়ই পাশে থাকবে।
সভাপতি অর্ণব ক্রুশ উপস্থিত সকলকে ধন্যবাদ দেন এবং দুই দিনব্যাপী এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহব্বান করেন।
আরবি/আরআর/১৫এপ্রিল২০১৮