ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভূমিকম্পে কাঁপলো দেশ!

ভূমিকম্পে কাঁপলো দেশ!

0
279

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লং তারাইয়ের মাছমারায় ভূমিকম্পের ‍উৎপত্তি। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ‍

05ইএমএসসি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বললেও ভারতের বিভিন্ন জরিপ সংস্থা থেকে এর মাত্রা ৫ দশমিক ৭ পর্যন্তও বলা হচ্ছে। প্রথমে এর মাত্রা ৫ দশমিক ৩ বলা হয়েছিলো।

ভূমিকম্পের সময় আগরতলাসহ ত্রিপুরা রাজ্যে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি সেখানকার আবহাওয়া অফিস থেকে জেনেছেন, ভারতীয় সময় দুপুর ২টা ৩৮ মিনিট নাগাদ কেঁপে ওঠে গোটা রাজ্য। তবে এর মাত্রা ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল রাজ্যের ধলাই জেলার ২৮ কিলোমিটার গভীরে।

ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ায় এ ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে দেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনীসহ আশপাশের জেলাগুলোতে। তবে এ জেলাগুলোতেও কোনো ক্ষয়ক্ষতির খবর তৎক্ষণাৎ মেলেনি।

এদিকে রাজধানী ঢাকায় ভূমিকম্পের সময় তড়িঘড়ি নামার সময় বিভিন্নস্থানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরবি/এসএন/আরপি/ ৩ জানুয়ারি, ২০১৭