ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ভোগবাদ আমাদের সমাজটাকে উস্কে দিচ্ছে : যুব দিবসে বক্তারা

ভোগবাদ আমাদের সমাজটাকে উস্কে দিচ্ছে : যুব দিবসে বক্তারা

0
723
বর্ণাঢ্য যুব দিবস- ২০১৭। ছবি : উইলিয়াম নকরেক

উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিব- ২০১৭। এপিসকপাল যুব কমিশনের আয়োজনে রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়া ধর্মপল্লীতে ১৭-২১ ফেব্রুয়ারি জাতীয় যুব দিবস শুরু হয়েছে। এ বছর সারা বাংলাদেশ থেকে মোট ৩৮০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছে।

যুব দিবসের একটি আনন্দঘন আয়োজন হচ্ছে যুব র‌্যালী। সকাল ৯টায় নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির নাচ, গান, ঢাক-ঢোল, বাঁশির আওয়াজে যুবদের আনন্দ মিছিল বনপাড়ার ঘরে ঘরে পৌঁছে দেয় যুব দিবসের আনন্দবার্তা। প্রায় ৪শ যুবাদের এই র‌্যালীর বিশেষ দিক ছিলো বিভিন্ন সংষ্কৃতির সংমিশ্রণ।

যুব দিবসের লোগো উন্মোচন করছেন অতিথিরা। ছবি : উইলিয়াম নকরেক
যুব দিবসের লোগো উন্মোচন করছেন অতিথিরা। ছবি : উইলিয়াম নকরেক

সকালে বর্ণাঢ্য র‌্যালীর পর জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি আলহাজ¦ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-৪ আসন ও যুব কমিশনের চেয়ারম্যান ও বরিশালের বিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি। যুব কমিশনের পতাকা উত্তোলন করেন ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা সিএসসি এবং ৮টি ধর্মপ্রদেশের যুব কমিশন পতাকা উত্তোলন করেন ৮ টি ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারীগণ। এরপর সমবেতভাবে গাওয়া হয় যুব দিবসের গান।

বেলুন এবং পায়রা উড়িয়ে যুব দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। ছবি : উইলিয়াম নকরেক
বেলুন এবং পায়রা উড়িয়ে যুব দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। ছবি : উইলিয়াম নকরেক

উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়ানোর মাধ্যমে জাতীয় যুব দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি আলহাজ¦ অধ্যাপক আব্দুল কুদ্দুস। যুব দিবসের লোগো উন্মোচন করেন বিশপ সুব্রত, বিশেষ অতিথি বিশপ জের্ভাস রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ডেনিস সি. বাস্কে ও ব্রাদার উজ্জল।

স্বাগত বক্তব্যে রাজশাহী ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার সুব্রত রোজারিও বলেন, ‘আমরা এখানে এসেছি কিছু শিখতে। আমাদের সেই উদ্দেশ্য যেন সফল হয়। তিনি আরো বলেন, বাইবেলের আলো প্রত্যেকের দৈহিক জীবনে জ¦লে উঠুক।’

জাতীয় যুব সমন্বয়কারী ব্রাদার উজ্জল বলেন, ‘আমাদের ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা নেয়া দরকার। আমরা যুবক যুবতীরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমাদের পাশে যে বন্ধু থাকে তাকে কখনো জিজ্ঞেস করি না সে কেমন আছে কিন্তু ফেইসবুকে অপরিচিত বন্ধুকে নিয়েই আমরা বেশি ব্যস্ত থাকি। তিনি বলেন, আমাদের নিজেদের ও পারস্পরিক জীবনে সবাইকে গুরুত্ব দিতে হবে। নিজের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেন কেউ আমাদের বিভ্রান্ত করতে না পারে।

কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক বাস্কে বলেন, ‘একজন যুবক যুবতী হিসাবে আমাদের চিন্তা করতে হবে, ভবিষ্যতে দেশ বা সমাজে আমাদের ভূমিকা কেমন হবে। বর্তমানে আমাদের কৃষ্টি সংস্কৃতি হুমকির মধ্যে। কৃষ্টি সংস্কৃতি রক্ষায় তোমাদেরই এগিয়ে আসতে হবে এবং যুবক যুবতী হিসাবে এই পৃথিবীর দায়িত্ব নিতে হবে।

বিশপ জের্ভাস বলেন, আমাদের যুবাদের লবনের মত হতে হবে। আমরা আমাদের জীবনে কী চাই তা আবিস্কার করতে হবে। ভালোবাসা পেতে চাইলে, ভালোবাসতে শিখতে হবে।

উৎসবমুখর র‌্যালী। ছবি: উইলিয়াম নকরেক
উৎসবমুখর র‌্যালী। ছবি: উইলিয়াম নকরেক

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে চলেছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। এ এলাকার মানুষ আপনারা যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে সহযোগীতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্যই আমরা এতো সুন্দর একটা দেশ পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘যুবক যুবতীদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে, কাজ করতে হবে। কেননা তোমরাই ভবিষ্যৎ। আপনাদের দিকেই আমরা তাকিয়ে আছি। দেশ দিয়েছে আমাদের পূর্বসুরিরা, যা পেয়েছো তা দিয়েই তোমাদের এ দেশটাকে গড়ে তুলতে হবে।’

যুব দিবসের ম্যাগাজিন ‘যুব দৃষ্টি’র মোড়ক উন্মোচন। ছবি : উইলিয়াম নকরেক
যুব দিবসের ম্যাগাজিন ‘যুব দৃষ্টি’র মোড়ক উন্মোচন। ছবি : উইলিয়াম নকরেক

সভাপতির বক্তব্যে বিশপ সুব্রত বলেন, ‘বর্তমান সময়ে আমাদের চারিদিকে অনেক প্রলোভন, অনেক চ্যালেঞ্জ। আমাদের এ প্রলোভনকে জয় করতে হবে। নিজেদের জীবনটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে সবচাইতে চ্যালেঞ্জ হলো ভোগবাদ। চারদিকেই ভোগবাদ আমাদের সমাজটাকে উস্কে দিচ্ছে। এসব থেকে নিজেকে তুলনা করতে শিখতে হবে। নিজেকে বড় করে তুলতে হবে। ভোগবাড় থেকে নিজেদের রক্ষা করতে হবে।’

এরপর জাতীয় যুব দিবস উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন “যুব দৃষ্টি” এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এদিন আরো উপস্থিত ছিলেন- সুইডেনের রাষ্ট্রদূত, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন প্রমুখ ॥

আরবি/ আরপি/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭