ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মঠবাড়ীতে অনুষ্ঠিত হলো খানা জরিপ বিষয়ক মতবিনিময় সভা

মঠবাড়ীতে অনুষ্ঠিত হলো খানা জরিপ বিষয়ক মতবিনিময় সভা

0
249

ডিসিনিউজ ।। ঢাকা

ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে মঠবাড়ীতে অনুষ্ঠিত হলো খানা জরিপ বিষয়ক মতবিনিময় সভা।

৪ মার্চ, গাজীপুর জেলার কালীগঞ্জের মঠবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ভাওয়াল অধ্যুষিত এলাকার নেতৃবৃন্দদের সাথে ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভিন্ন চার্চের ফাদার ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ঢাকা ক্রেডিটের কর্মএলাকায় জরিপ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে, সেই লক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের মাধ্যমে কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, রাঙ্গামাটিয়ার পাল-পুরোহিত খোকন ভিনসেন্ট গমেজ, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সুরেন গমেজ, দড়িপাড়া সমিতির চেয়ারম্যান ডেনিশ কস্তাসহ বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ রিচার্ড গমেজ, গিলবার্ট ডি’কস্তা, পংকজ এল. কস্তা, তমাল আগষ্টিন, শ্যামল রবার্ট গমেজ, লিটন রিচার্ড ক্রুশ, ডেভিট রোজারিও ও খ্রীষ্টফার রোজারিওসহ আরো অনেকে।

উল্লেখ্য, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কর্মীদের নিয়ে মঠবাড়ীতে একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।